অ্যালোভেরা জেল মুখে মাখলে কি হয় বিস্তারিত জেনে নিন ।
প্রিয় পাঠক আপনি কি অ্যালোভেরা জেল মুখে মাখলে কি হয় জানতে চান ? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই । এবং এ আর্টিকেলে অ্যালোভেরার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে । আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন ।
এলোভেরা হলো ত্বকের যত্নে একটি গুরুত্বপূর্ণ ফেসওয়াশ । শুধু ফেসওয়াশ নয় এর ব্যবহার অনেক ভাবে করা যায় । অ্যালোভেরা কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে ।
ভূমিকা
আমরা প্রায় সাধারণত একটা বিষয়ে খুবই গুরুত্ব দিয়ে থাকি । সেটা হলো ত্বকের সৌন্দর্য এবং ত্বকের যত্ন । কিভাবে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করা যায় এই নিয়ে আমরা অনেকে চিন্তার ভেতর থাকি । আসলে সৌন্দর্য হলো আল্লাহর দেওয়া একটি বিশেষ নেয়ামত । তারপরেও সকলের মনে ইচ্ছা জাগে যে কিভাবে নিজেকে সৌন্দর্য করে তোলা যায় ।
এই অ্যালোভেরার ভিতরে প্রাকৃতিক অনেক ভিটামিন রয়েছে । যার কারণে এলোভেরা ব্যবহারের ফলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করা যায় এবং ত্বকের শুষ্কতা দূর করা যায় । এছাড়াও ত্বকের বিভিন্ন দাগ দূর করে এলোভেরা ।
অ্যালোভেরা জেল মুখে মাখলে কি হয়
অ্যালোভেরা এমন একটি প্রাকৃতিক উপাদান যা সৌন্দর্য বৃদ্ধির একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপায় । এই অ্যালোভেরা ব্যবহারের ফলে সৌন্দর্যকে দ্বিগুণ বৃদ্ধি করা সম্ভব । এলোভেরা জেল মুখে মাখলে বিভিন্ন প্রকার উপকারিতা পাওয়া যায় । প্রতিদিন নিয়মিত এই অ্যালোভেরা ব্যবহার করলে মুখের বিভিন্ন রকম দাগ দূর হয় ।
আরো পড়ুন ঃ ঘরোয়া পদ্ধতিতে কেক বানানোর উপায় যেনে নিন ।
এছাড়াও মুখে অতিরিক্ত ব্রণ , মেছতা , মুখে খসখসে ভাব এবং অনেক রকম দাগ হয়ে থাকে । এই দাগ দূর করার জন্য মানুষ দোকান থেকে অনেক রকমের ফেসওয়াশ অগ্রিম ব্যবহার করে । কিন্তু দেখা যায় যে সব সময় এই ফেসওয়াশ বা ক্রিম সঠিক ফলাফল দেয় না । কোন কোন সময় এর বিপরীত হয়ে থাকে ।
মুখের দাগ দূর হওয়ার চাইতে আরো অন্যান্য দাগের সৃষ্টি হয়ে যায় । এটার মূলত আসল কারণ হলো নকল ফেসওয়াশ বা ক্রিম । অনেক সময় দেখা যায় যে অনেক দোকানে আসল ক্রিম বিক্রি না করে দোকানিরা নকল ক্রিম বিক্রি করে । আরে নকল পণ্যগুলো ব্যবহারের কারণে মানুষের মুখে আরো নতুন নতুন দাগের সৃষ্টি হয় ।
তাই আপনি এসব বাদ দিয়ে নিজে ঘরে বসেই আপনার ত্বকের বিভিন্ন দাগ দূর করতে পারবেন অ্যালোভেরা ব্যবহারের ফলে । এই অ্যালোভেরা মুখে মাখলে মুখের বিভিন্ন দাগ দূর করে, মুখের ব্রণ ভালো করে , রোদে পোড়া কালো দাগ দূর করে , এবং মুখের খসখসে ভাব ও শুষ্কতা দূর করে ।
অ্যালোভেরা জেল মুখে ব্যবহারের নিয়ম
মুখে এবং ত্বকে ব্যবহারের একটি প্রাকৃতিক কসমেটিক্স বা ক্রিম হলো অ্যালোভেরা । অ্যালোভেরা তে রয়েছে ত্বক শীতল করা ও ত্বকের সজীবতা ফিরিয়ে আনার উপাদান । অনেক দোকান থেকে ক্রিম বা ফেসওয়াশ কিনে ব্যবহার করার ফলে সঠিক ফলাফল পাওয়া যায় না । সে কারণে আপনি অ্যালোভেরা কিনে ব্যবহার করতে পারেন ।
এলোভেরার পাতা অথবা ডাল কিনে চাকু বা কাটার যেকোন জিনিস দিয়ে এর খোসাটা ভালো করে তুলে নিতে হবে । তারপর এর ভেতরে যে জেলের মত পাতলা ও নরম উপাদানটি রয়েছে সে উপাদানটি বের করে আপনি মুখে মাখতে পারেন । এটি মুখে মাখার কারণে আপনার মুখের দাগ দূর হবে এবং মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ।
আরো পড়ুন ঃ খাওয়ার কতক্ষন পর ব্যায়াম করা উচিত বিস্তারিত জানুন।
মুখে এলোভেরা ব্যবহারের একটি প্যাক আপনি তৈরি করে নিতে পারেন । প্রথমে এক টেবিল চামচের সমান অ্যালোভেরা নিয়ে নিবেন । তারপর ডিমের যে সাদা অংশ থাকে সেই সাদা অংশ এক টেবিল চামচ নিবেন , এরপর এক টেবিল চামচ লেবুর রস নেবেন । একটি পরিষ্কার পাত্রে এই উপাদানগুলো একত্রিত করে ভালোভাবে পেস্ট করবেন ।
তারপর সেগুলো খুব সুন্দর ভাবে মুখে লাগাবেন এবং মেসেজ করবেন । তারপর প্রায় ১৫ থেকে২০ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন । ১৫থেকে ২০মিনিট হয়ে গেলে সুন্দরভাবে মুখ ধুয়ে নিন । এ পদ্ধতিতে সপ্তাহে দুইবার কাজ করে দেখুন আশা করি ভাল ফলাফল পাবেন ।
অ্যালোভেরা জেল এর ব্যবহার
অ্যালোভেরা গাছের পাতার ভেতরটা দেখতে পুরোই পানির মতো কোমল এবং নরম । সেটা দেখে যদিও শুধু পানি মনে হয় কিন্তু এর ভেতরে রয়েছে অনেক ভিটামিন এবং অ্যান্টি-অক্সিডেন্ট জেল । এই অ্যালোভেরার ভেতর রয়েছে ভিটামিন সি এর উপাদান জ্বর শুষ্ক ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।
রোদে পুড়ে ত্বকের যে কালচে ভাব থাকে বা কালো দাগ পড়ে সে দাগ দূর করতে অ্যালোভেরা জেল ব্যবহার করা যায় । এর জেল ব্যবহারের ফলে দূর হবে রোদে পোড়া কালো দাগ এবং আরো অন্যান্য দাগ । এসব দাগের কারণে আপনি কারো সামনে উপস্থিত হতে লজ্জাবোধ করেন, তাই এলোভেরা জেল ব্যবহার করে আপনি আপনার সমস্যা দূর করতে পারেন ।
মেয়েরা যে মেকআপ করে অনেক সময় এই মেকাপ সহজে ওঠাতে পারেনা মুখ থেকে । এই মুখ থেকে মেকআপ ওঠানোর জন্য এলোভেরা জেল তুলো দিয়ে ব্যবহার করতে পারেন । তোলো এবং অ্যালোভেরা জেল নিয়ে ভালোভাবে মুখে ঘষলে পারে সে মেকআপ খুব সহজে উঠে যায় ।
অ্যালোভেরা জেল শুধু মুখের জন্যই নয় আপনি আরো অনেক ভাবে এর ব্যবহার করতে পারেন। যেমন চুলের যত্নে এলোভেরা ব্যবহার করা যেতে পারে । এবং শরীরের শুষ্কতা দূর করতে এলোভেরা ব্যবহার করতে পারেন এছাড়াও বিভিন্ন রোগ থেকে এলোভেরা ব্যবহারের ফলে সমাধান পেতে পারেন ।
আরো পড়ুন ঃবাংলাদেশের জাতীয় পাখি দোয়েল কেন বিস্তারিত জানুন।
রাতে এলোভেরা ব্যবহার
অ্যালোভেরার ব্যবহার শুধু যে দিনে করা যায় তা কিন্তু নয় । এর ব্যবহার আপনি রাতেও করতে পারেন। তবে এর ব্যবহারের ফলে দিনের চেয়ে রাতে বেশি ভালো ফলাফল পাওয়া যায় । রাতে শোআর আগে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন । ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে অ্যালোভেরা এবং হলুদ ব্যবহার করতে পারেন ।
রোজ রাতে শোয়ার আগে কিছু পরিমাণ অ্যালোভেরা এবং এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো একত্রিত করে একটি পাত্রে ভালোভাবে মিশিয়ে নিন এবং সেগুলো মুখে লাগিয়ে নিন । তারপর প্রায় 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করুন এবং ভালোভাবে মুখ ধুয়ে নিন । এ পদ্ধতিটি ব্যবহারের ফলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা সম্ভব ।
এছাড় াও অ্যালোভেরা, শসার রস , রোজ ওয়েল , এবং দই এক সঙ্গে পেস্ট করে খুব ভালো ফেসপ্যাক তৈরি করতে পারেন । এবং এই ফেসপ্যাকটি রাতে ঘুমানোর আগে খুব সুন্দর ভাবে মুখে লাগিয়ে নিন । মুখে লাগানো হয়ে গেলে মিনিট অপেক্ষা করুন । তারপর সম্পূর্ণ মুখ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
এই ফেসপ্যাকটিব্যবহারের কারণে আপনার ত্বকের তেলতেলে ভাব এবং ময়লা দূর করতে সাহায্য করবে । এবং এলোভেরা ও লেবুর রস ব্যবহার করে খুব সহজে রোদে পোড়া কালো দাগ দূর করতে পারেন । এই উপায়গুলো অবলম্বন করে আপনি রোজ রাতে ত্বকের যত্ন নিতে পারেন খুব সহজেই ।
অ্যালোভেরার উপকারিতা ও অপকারিতা
অ্যালোভেরা বা ঘৃতকুমারী একটি প্রাকৃতিক উপাদান যাকে বলা হয় উপকারী উদ্ভিদ । এটি ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যায় । অ্যালোভেরা ব্যবহারের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে নিচে আলোচনা করা হলো ;
অ্যালোভেরার উপকারিতা ঃ
- ত্বকের যত্নে আলো ভরা একটি গুরুত্বপূর্ণ উপাদান । ত্বকে বিভিন্ন ধরনের দাগ , রোদে পোড়া কালো দাগ, ত্বকের শুষ্কতা , ব্রণ, মেছতা এছাড়া আরো অনেক ত্বকের সমস্যা দূর করা যায় অ্যালোভেরা ব্যবহারের ফলে ।
- অ্যালোভেরা ব্যবহারের কারণে শরীরের অতিরিক্ত ওজন কমানো সম্ভব । অ্যালোভেরা জুস খেতে তিতা লাগে তাই এর সাথে মধু, লেবুর রস, বরফ ও পানি মিশিয়ে খালি পেটে খেতে হবে । তাহলে ওজন কমানো যাবে এবং স্বাস্থ্য ঠিক রাখা যাবে।
- এছাড়াও চুল পড়া কমাতে এলোভেরা ব্যবহার করা যায় । এলোভেরা জেল চুলে ব্যবহার করলে চুল পড়া রোধ করা সম্ভব ।
- অ্যালোভেরার রস খেলে বদহজম, কষ্টকাঠিন্য রোগ, এবং পরিপাকে সহায়তা করে। এর সাথে সাথে শরীর সুস্থ রাখতে ও সাহায্য করে এলোভেরা ।
- এলোভেরা জেলের ভেতর প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে । যা ত্বকের শক্তিও পুষ্টি বৃদ্ধিতে সহায়তা করে ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url