কম্পিউটার আবিস্কারের ইতিহাস সম্পর্কে জেনে নিন ।
প্রিয় পাঠক আপনি কি কম্পিউটার আবিস্কারের ইতিহাস সম্পর্কে জানতে চান ? তাহলে এই সম্পূর্ণ আর্টিকেলটি আপনার জন্য । এবং কম্পিউটারের কয়েকটি সফট ওয়্যার এর নাম ও দেওয়া আছে এই আর্টিকেলটিতে । আপনি যদি এই বিষয় গুলো জানতে চান তাহলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন ।
কম্পিউটার হলো এমন একটি ইলেকট্রিক ডিভাইস , জার মাদ্ধমে সারা বিশ্বের তথ্য জানা সম্ভব । এবং কম্পিউটার হলো এমন একটি গণনা যন্ত্র যা অনুসরন করে যেকোনো কাজ খুব তারাতারি করতে পারে ।
ভুমিকা
কম্পিউটার শব্দটির উৎপত্তি ঘটে গ্রিক শব্দ থেকে । কম্পিউটারকে গণনার যন্ত্র হিসেবে বিবেচিত করা হয় । আর কম্পিউট শব্দের অর্থই হলো হিসাব করা বা গণনা করা । আর (computer) এর অর্থ গণনা করার যন্ত্র । কিন্তু বর্তমান যুগে কম্পিউটার এমন একটি জনপ্রিয় উপাদান হয়ে উঠেছে , জার ব্যাবহার এখন যেকোনো কাজে করা যাই ।
শুধু মাত্র গণনার কাজের জন্য কম্পিউটার ব্যাবহার করা হয় না , কম্পিউটার দিয়ে এখন যে কোনো কাজ করা সম্ভব ।
কম্পিউটার আবিস্কারের ইতিহাস
সর্বপ্রথম কম্পিউটারের আবির্ভাব ঘটে পশ্চিমবঙ্গে । এবং সেই সালটা ছিল ১৯৬৪ সাল । প্রাগৈতিহাসিক যুগে কম্পিউটারকে গণনার যন্ত্র হিসেবে উদ্ভাবিত করা হয় । যার কারনে যেকোনো বিষয়ে যেকোনো জিনিস গণনা করা সম্ভব । প্রাচীনকালের মানুষজন একে অপরকে সংখ্যা বোঝানোর জন্য বিভিন্ন জিনিস ব্যাবহার করত ।
তারা জেসব জিনিস গুলো গণনার জন্য বা সংখ্যা বোঝানোর জন্য ব্যাবহার করত সেগুলো হলো ঝিনুক, দরির গিট , এবং নুড়ি ইত্যাদি ব্যাবহার করত । এর পরবর্তীতে যদিও আরও অনেক গণনার যন্ত্র আবিস্কার করা হয় । কিন্তু অ্যাবাকাস নামে এক গবেষক কম্পিউটারকেই প্রাচীন গণনা যন্ত্র হিসেবে নির্ধারণ করেন ।
আরও পড়ুন ঃ অ্যালোভেরা জেল মুখে মাখলে কি হয় বিস্তারিত জানুন ।
২৪০০ খ্রিস্টপূর্বে বেবিলনে প্রথম কম্পিউটার আবিষ্কৃত হয় । এবং এটাকে খ্রিস্টপূর্ব ৪৫০/৫০০ অব্দে চিনে এবং মিসরে অ্যাবাকাস ফ্রেমে সাজানো হয় ।এবং ( স্কটল্যান্ডের জন নেপিয়ার ) প্রথম ১৬১৭ সালে গণনার জন্য দাগ কাটাকাটি দাগ ছাপানোর যন্ত্র হিসেবে স্বীকৃতি দেন । এগুলোকে গণনা দণ্ড হিসেবেও ব্যাবহার করা হয় ।
জন নেপিয়ারের অস্থি দণ্ড হিসেবেও পরিচিত এসব দণ্ড । ১৯ শতকের প্রথমদিকে চার্লস ব্যেবেজ আধুনিক যন্ত্র, যান্ত্রিকভাবে , গানিতিকভাবে , এবং বুদ্ধিমত্তা দিয়ে কম্পিউটারের সোচ্চার প্রচার করেন । এবং এর নাম দিয়েছিলেন (ডিফারেন্স ইঞ্জিন ) । ১৮৩৩ সালে আনালিটিকেল ইঞ্জিন নামে আরও একটি যন্ত্রের ধারনা করেন ।
কিন্তু সেটা অর্থ সংকটের দেখা দেয় । সে কারনে সেটা সম্পূর্ণ করতে পারেন নি তিনি । পরবর্তীতে অ্যালান টুরিং এর গভির গবেষণার মধ্য দিয়ে কম্পিউটার বিজ্ঞানের প্রথম সূচনা হয় । তারপর ২০ শতকের দিকে কম্পিউটারের আধুনিক বিকাশ ঘটে ।
কম্পিউটারের কয়েকটি সফটওয়্যার এর নাম
বর্তমান সময়ে অনেক মানুষ রয়েছে যারা কম্পিউটার ব্যাবহার করে । কিন্তু কখন কোন সফট ওয়্যার ব্যাবহার করতে হয় এই বিষয়ে জানে না । কম্পিউটার ব্যাবহার করার সময় দেখা যাই যে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে হয় । কিন্তু সেই কাজ গুলো আবার বিভিন্ন সফট ওয়্যার দিয়ে করা লাগে ।এই আর্টিকেলে কয়েকটি সফট ওয়্যার নিয়ে আলোচনা করা হয়েছে ।
- Google Chrome
- Microsoft Office
- Adobe Photosop
- Mozilla Fir Fox
- Snipping Tool
- KM Player
- এম এস ওয়ার্ড
- এম এস এক্সেল
- এম এস এসেস
- এম এস পাওয়ারপয়েন্ট
কম্পিউটার আবিস্কার করেন কে এবং কত সালে
কম্পিউটার হলো বর্তমান সময়ের এমন একটি জিনিস যা ব্যবহারের ফলে যে কোন কাজ করা সম্ভব হয় । এছাড় বাড়িতে , দোকানে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার ব্যবহার করা হয় । কম্পিউটার ব্যবহারের মূল উদ্দেশ্য হল যে কোন কাজ খুব কম সময় এবং সহজেই সম্পন্ন করার জন্য । তো চলুন জেনে না যাক কম্পিউটারকে এবং কত সালে আবিষ্কার করা হয় ।
ইতিহাসের পাতায় কম্পিউটার হলো খুব গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি একটি ডিভাইস । যা ব্যবহার করে মানুষ বিভিন্নভাবে উপকৃত হচ্ছেন । এই কম্পিউটারের আবিষ্কারক হলো এক গাণিতিক বিশেষজ্ঞ (চার্লস ব্যাবেজ ) । এই মহান ব্যক্তিটি প্রথম কম্পিউটারকে সম্পূর্ণরূপে আবিষ্কার করেন ।
চার্লস ব্যাবেজ একটি গাণিতিক গবেষণা সম্পাদন করার জন্য ১৮৮২ সালে একটি ডিভাইস তৈরি করেন । যে ডিভাইসটির নাম দেয়া হয়েছিল ডিফারেন্স ইঞ্জিন । এই ডিফারেন্স ইঞ্জিনটি কম্পিউটার থেকে অনেক দূরে ছিল । এরপর 1872 সালে এই বিশেষ ব্যক্তি চার্লস ব্যাবেজ মারা যান ।
এবং তার মারা যাওয়ার পর কম্পিউটারের আবিষ্কার অব্যাহত ছিল । তারপর এ বিষয়টি নিয়ে লক্ষাধিক গবেষক তাদের কঠোর প্রচেষ্টার মাধ্যমে এটি সম্পূর্ণরূপে সম্পাদন করেন ।
কোন দেশে সর্বপ্রথম কম্পিউটার আবিস্কার করা হয়
সারা বিশ্ব জগতের বিশেষ একটি আবিষ্কার হল কম্পিউটার । প্রাচীনকালে যুগেরযে অবস্থা ছিল এবং আশেপাশের যে অবস্থা ছিল তা কিন্তু আজ ঐরকমই নেই । কম্পিউটার আবিষ্কারের পর এর অবস্থা অনেক অনেক পরিবর্তন হয়েছে । যেকোনো সমস্যার সমাধান এবং বিশ্বের যে কোন তথ্য এ কম্পিউটারের মাধ্যমে পাওয়া যায় ।
চার্লস ব্যাবেজ জ সর্বপ্রথম কম্পিউটার আবিষ্কার করেন । এর জন্য তাকে কম্পিউটারের জনক বলা হয় । খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দ থেকে ৫০০ অব্দে মিশরে এবং চীনে সর্বপ্রথম এ কম্পিউটারটি আবিষ্কার করা হয় । এ কম্পিউটারটি ব্যবহারের সময় বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয় । আর এসব সফটওয়্যার ব্যবহারের কারণে কম্পিউটার এখন জনপ্রিয় হয়ে উঠেছে ।
আর এই কম্পিউটারটি জনপ্রিয় হয়ে ওঠার কারণ হলো যেকোনো সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই পাওয়া যায় । তাই এই বিশেষ ডিভাইসটি এতটা জনপ্রিয় হয়ে ওঠে । যার ব্যবহার এখন বিশ্বের প্রতিটি প্রান্তে করা হয় ।
আরও পড়ুন ঃ ঘরোয়া পদ্ধতিতে কেক বানানোর উপায় যেনে নিন ।
৫টি সফট ওয়্যার এর নাম
বর্তমানে কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহৃত খুব গুরুত্বপূর্ণ পাঁচটি সফটওয়্যার এর নাম নিচে দেওয়া হল ।
- গুগল ক্রোম
- মাইক্রোসফট অফিস
- মাইক্রোসফট এক্সেল
- পাওয়ারপয়েন্ট
- ম্যাটল্যাব
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url