কমলার খোসা দিয়ে ত্বকের যত্ন ।
প্রিয় পাঠক আপনি হয়ত কমলার খোসা দিয়ে ত্বকের যত্ন কিভাবে করতে হয় , এ বিষয়ে তথ্য খুজছেন । তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ আপনার জন্য । এছাড়াও কমলার খোসার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে এই আর্টিকেলটিতে । আপনি যদি এখান থেকে উপকার পেতে চান তাহলে পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন ।
ভুমিকা
কমলা হোলো একটি টক জাতিয় ফল । এই কমলার মধ্যে রয়েছে সাইট্রিক এসিড , যা ভিটামিন সি এর কাজ করে । এই সাইট্রিক এসিড টি আমাদের দেহে বিভিন্ন ভাবে উপকার করে থাকে । এই কমলা খাওয়ার ফলে আমাদের শরীরের ভিটামিন সি এর চাহিদা পুরন করে । আমরা শুধু কমলা খাওয়ার বেপারেই জানি , কিন্তু আমরা এর খোসার বেপারে কেও জানি না ।
কমলার খোসা দিয়ে আমরা অনেক কাজ করতেপারি । তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হোলো রূপচর্চা । আমরা প্রায় সব মানুষ ই রূপচর্চা করতে ভালোবাসি । আর মানুষের আকর্ষণীয় বিসয়টি হোল সন্দর্য । কমলার খোসা ব্যাবহার করে সন্দর্য বৃদ্ধি করা সম্ভব ।
কমলার খোসা দিয়ে ত্বকের যত্ন
আমাদের মাঝে শিতকাল হলো এমন একটি ঋতু , যেই সময়ে আমদের শরীরের বিভিন্ন অংশ সাদাটে ভাব হয়ে যাই । এবং ত্বক শুষ্ক হয়ে যায় । যার কারনে একটা বিরক্ত বধ মনে হয় । অনেক সময় এই শুষ্কতার কারনে বন্ধু বান্ধব দের মাঝেও যাওয়া যাই না লজ্জায় । এই শিতের সময় বেশি শরীরের যত্ন নিতে হয় । অন্যোন্য সময়ের থেকে ।
এ কারনে দোকান থেকে অনেক রূপচর্চা সামগ্রি কিনতে হয় । আর সেগুলো অনেক টাকা দিয়ে কিনতে হয় । কিন্তু আজকের এই আর্টিকেলটি থেকে আপনি জানতে পারবেন ঘরে বসেই বিনা খরছে ত্বকের যত্ন কিভাবে করতে হয় । আমরা অনেক মানুষ কমলার খোসা ফেলে দেই । কিন্তু কমলার খোসা দিয়ে খুব সুন্দর ভাবে ত্বকের যত্ন নেওয়া সম্ভব ।
আমাদের মাঝে যখন শীতের আগমন ঘটে তার সাথে সাথেই শুরু হয়ে যাই ত্বকের টান টান ভাব । অনেক রকম ময়েসচারাইজের ফলেও এই ত্বকের টান টান ভাবটা যেন থেকেই যাই । প্রতিটি কমলা লেবুর খোসাতে অ্যান্টি মাইক্রবিয়াল , অ্যান্টি ইনফ্লেমে টোরই নামক উপাদান থাকে । যা মুখের ব্রন সহ বিভিন্ন দাগ মুছে দিতে সাহায্য করে ।
আরো পড়ুনঃ ঘরোয়া পদ্ধতিতে কেক বানানোর উপায় যেনে নিন ।
এছাড়াও ত্বকের উজ্জলতা ব্রিদ্ধি করে এবং মুখের খারাপ দাগ গুলো মুছে দেয় । এক কাপ জলে গোটা একটি কমলার খোসা সিদ্ধ করে নিন । এবং প্রতিদিন সেই জল দিয়ে মুখ ধোয়ার অভ্যাস করুন । তাহলে মুখের বিভিন্ন রকম দাগ দূর হয়ে যাবে খুব তারাতারি ।
কমলার খোসা গুড়া করার উপায়
আমরা সব মানুষ ই কমলা খায় কেও না খাওয়া নই । কিন্তু আমরা কমলা খাওয়ার পর কমলার খোসা গুলো বাইরে ফেলে দি । কিন্তু এই কথাগুলো জানার পর আশা করছি যে আর ফেলবেন না । যত্ন করে রেখে দিবেন । কমলার খোসা দিয়ে খুব ভালো ভাবে ত্বকের যত্ন নেয়াও যাই ।
কমলা খাওয়ার পর কমলার খোসা আর ফেলে দিবেন না । খোসা গুলো ভালভাবে পরিস্কার করে টুকরো টুকরো কেটে সেগুলো রোদে শুকোতে দিন । টানা রোদে ২ দিন রাখুন , এবং যখন খোসা গুলো একদম মচ মোচে হয়ে সুকিয়ে যাবে তখন সেগুলকে বিলিনডারে ভালো ভাবে গুর করে নিবেন ।
তারপর সেগুলো একটি পরিস্কার কাছে বয়মে রেখে দিবেন । যখন দরকার হবে তখন বের করে ব্যাবহার করবেন এবং সেগুলো আবার যত্ন করে কাচের পাত্রে রেখে দিবেন ।এ ভাবেই গুরো করা কমলার খোসা ব্যাবহার করতে পারবেন । এবং নিয়মিত ত্বকের যত্ন করতে পারবেন ।
কমলার খোসারপাউডার
কমলা হোলো এমন একটি ফল , যার ভিতরে রয়েছে ভিটামিন সি । কমলা খাওয়ার ফলে আমাদের শরীরের যে ভিটামিন সি এর অভাব টা থাকে সেটা পুরন হয়ে যায় । শুধু তাই নয় কমলা খাওয়ার কারনে দেহের বিভিন্ন রোগ এর প্রতিকার পাওয়া যায় ।
কমলার খোসাও বিভিন্ন ভাবে আমাদের উপকার করে । আমরা সাধারনত কমলা খাওয়ার পর তার খোসা গুলো ফেলে দি । কিন্তু কমলার খোসা দিয়ে খুব সুন্দর ভাবে ত্বকের যত্ন নেওয়া যায় । কমলার খোসার গুরা দিয়েও ত্বকের যত্ন নেওয়া । কমলার খোশাকে ছোট ছোট করে কেটে সেগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে ।
আরো পড়ুন ঃকোন গেম খেলে টাকা আয় করা যায় নগদে বিস্তারিত জানুন
তারপর সেগুলোকে ব্লেন্ডারে বা পিষে গুড়া করতে হবে । গুড়া করার পর সেগুলো পাউডার হয়ে যাবে এবং সে পাউডার ব্ল্যাক হেড হইতে হেড এই রোগ গুলো ত্বক থেকে দূর করবে । এবং মুখের চেয়ে ব্রণ থাকে এবং বিভিন্ন রকমের দাগ থাকে সেই দাগগুলো মিশে যাবে । এবং ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে ।
এভাবে কমলার খোসার পাউডার দিয়ে ত্বকের যত্ন নেয়া যায় এবং ত্বকেরউজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসা যায় ।
কমলার খোসার উপকারিতা ও অপকারিতা
প্রত্যেকটি জিনিসেরই ভালো এবং খারাপ দুইটা দিক থাকে । সেটা যেকোনো জিনিস হতে পারে যেমন খাবার , কোন পণ্য , এবং আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত অনেক জিনিস । ঠিক তেমনি কমলার খোসার উপকারিতা এবং অপকারিতা দুইটা দিক আছে ।
কমলার খোসা ত্বকের বিভিন্ন রোগ দূর করতে সাহায্য করে । যেমন অতিরিক্ত রোদে মানুষের ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় । রোদে পড়া কালো দাগ মানুষের ত্বকে ভেসে ওঠে । সে দাগ যুক্ত ত্বক দূর করতে কমলার খোসা ব্যবহার করা যেতে পারে । যেমন দুই চামচ কমলার খোসার গুঁড়া , কয়েক ফোটা লেবুর রস , এক চামচ চন্দনগোড়া একসঙ্গে মিশিয়ে নিতে হবে ।
তারপর সেই মিশ্রণকৃত উপাদান গুলো ত্বকে লাগিয়ে নিতে হবে । সেগুলো লাগানো হয়ে গেলে প্রায় 30 মিনিট পর ধুয়ে ফেলতে হবে । তাহলে রোদে পোড়া কালো দাগ দূর হয়ে যাবে ।
অনেকের মুখে অনেক ব্রণ থাকে সে ব্রণ দূর করতে কমলার খোসা খুব ভালো একটি ফ্রেস ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করা যেতে পারে । কমলার খোসার গুঁড়া মুখে ব্যবহারের ফলে মুখের ব্রণ ভালো হয়ে যাবে ।
আমরা হয়তো একটা বিষয় জানি যে কোন কিছু অতিরিক্ত মাত্রা ভালো নয় । এতে বিপরীত প্রভাব পড়তে পারে । কমলার খোসা অপকারিতা তেমন কিছু নেই । কিন্তু যদি সেগুলো মাত্রাতিরিক্ত হয়ে যায় তাহলে এর খারাপ প্রভাব পড়তে পারে । অতিরিক্ত ব্যবহারের ফলে , যেখানে উপকার পাওয়ার কথা সেখানে অপকার হয়ে যেতে পারে ।
তাই এটা ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যে সেটা যেন অতিরিক্ত না হয়ে যায় । পরিমাণ মতো ব্যবহার করতে হবে তা না হলে এর উপকারিতা পাওয়া যাবে না । এ বিষয়ে সকল তথ্য দেওয়া আছে আপনি পড়ে নিতে পারেন ।
কমলার খোসা চুলের যত্নে
চুলের যত্নে কমলা লেবুর খোসা খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান । এ কমলালেবুর খোসার ব্যবহারের ফলে আপনার চুল থাকবে খুব সুন্দর সিল্কি । অনেক সময় দেখা যায় অনেকের চুল নিয়ে অনেক চিন্তাই ভগেন । কিন্তু প্রাকৃতিক উপায়ে ঘরে বসে আপনি চুলের যত্ন নিতে পারবেন খুব সহজে । কমলার খোসা ব্যবহার করে নিয়মিত চুলের যত্ন নিন ।
শীতের সময় একটা বিষয় লক্ষ্য করবেন অনেকের মাথায় চুলে অনেক খুশকি থাকে । যেটা অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করার পরও থেকে যায় । কিন্তু এ প্রাকৃতিক উপায়টি অবলম্বন করলে আপনি এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন । কমলার খোসার গুড়া , এবং এর সাথে নারকেল ও দুধ মিশিয়ে পেস্ট তৈরি করে নেন ।
তারপর সেগুলো চুলে ভালোভাবে লাগিয়ে নিন । এরপর থেকে ২ ঘন্টা অপেক্ষা করার পর মাথা ভালো ভাবে ধুয়ে নিন । এই উপায়টি আপনার নিয়মিত করতে থাকলে আপনার চুলের খুশকি খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে ।
লেখকের মন্তব্য
উপরক্ত আর্টিকেলটিতে কমলার খোসা দিয়ে ত্বকের যত্ন কিভাবে নিবেন সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে । আপনি এই উপায়গুলো অবলম্বন করার ফলে আশা করি ভালো ফল পাবেন । এবং নিয়মিত এর ব্যবহার চালিয়ে যেতে হবে ।
এই আর্টিকেলটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করবেন ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url