নগদের পিন রিসেট রিকোয়েস্ট ফর্ম-নগদের পিন রিসেট করার নিয়ম
প্রিয় পাঠক আমরা অনেকে নগদ এর মাধ্যমে টাকা লেন দেন করে থাকি । কিন্তু নগদের পিন রিসেট রিকোয়েস্ট ফর্ম সম্পর্কে হয়ত সকলে অবগত নয় । এবং নগদের পিন রিসেট করার নিয়ম অনেকের অজানা । আপনিও হয়ত এই সকল বিষয়ে জানতে চাচ্ছেন । আপনি যদি উপরক্ত নগদ এর পিন সংক্রান্ত তথ্য জানতে চান তাহলে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন ।
এই আর্টিকেলটি পড়ে আপনি নগদের পিন রিসেট রিকোয়েস্ট ফর্ম সম্পর্কে জানতে পারবেন । এবং নগদের পিন রিসেট করার নিয়ম সম্পর্কেও আশা করি বিস্তারিত জানতে পারবেন । সমস্যার সমাধান করতে আর দেরি নয় , চলুন জনে নিই নগদ সম্পর্কে ।
পোস্ট সূচিপত্র ঃ নিচের পোস্ট গুলো পড়তে পোস্টের ওপর ক্লিক করুন ।
- ভুমিকা
- নগদের পিন রিসেট রিকোয়েস্ট ফর্ম
- নগদের পিন রিসেট করার নিয়ম
- নগদ একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
- নগদ একাউন্ট লক হলে করনীয়
- নগদ একাউন্ট দেখার নিয়ম
- লেখকের মন্তব্য
ভুমিকা
নগদ হল একটি অ্যাপ যার মাধ্যমে খুব সহজেই টাকা লেন দেন করা যায় । এবং আপনি চাইলে আপনার নগদ একাউনটে টাকা জমা করতে পারবেন । বিকাশ, নগদ, রকেট আপনি যেই অ্যাপ ই ব্যাবহার করেন না কেন প্রত্যেকটি অ্যাপেই প্রথমে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে । আপনি যেখানে একাউন্ট খুলেন না কেন প্রত্যেকটি জায়গাতে একটি পাসওয়ার্ড এর দরকার হয় ।
কারণ পাসওয়ার্ডটি ব্যবহার করার ফলে আপনার একাউন্ট নিরাপদে থাকে এবং কেউ আপনার
একাউন্টে থেকে টাকা লেনদেন করতে পারবেনা আপনি যদি পাসওয়ার্ড না দেন তাহলে
। তবে একটা বিষয় বেশি দেখা যায় যে অনেকে পাসওয়ার্ড ভুলে যায়
। পাসওয়ার্ড ভুলে গেলে কি করতে হবে তা হয়তো অনেকে জানে না
।
যদি কেউ পাসওয়ার্ড ভুলে যায় তাহলে রিসেট দিয়ে আবার অ্যাকাউন্টটি চালু করতে
পারবেন । তবে এ বিষয়টি হয়তো সকলের জানা নেই । তাই চলুন এই আর্টিকেলটি
পড়ে জেনে না জাক কিভাবে নগদ একাউন্টে পিন বা পাসওয়ার্ড রিসেট করতে হয়
।
নগদের পিন রিসেট রিকোয়েস্ট ফর্ম
নগদ একাউন্ট হলো কোন ব্যক্তির পার্সোনাল বা ব্যক্তিগত একাউন্ট । এ কথা বলা
যেতে পারে কোন ব্যক্তির ব্যক্তিগত ব্যাংক । এই নগদের মাধ্যমে টাকা লেনদেন
করা যায় খুব সহজে । তবে যখন কোন ব্যক্তি কোন অ্যাপের মাধ্যমে একাউন্ট খুলবে
যেমন বিকাশ একাউন্ট, নগদ একাউন্ট, কিংবা রকেট একাউন্ট তখন থাকা অবশ্যই
একটি পাসওয়ার্ড দিতে হবে ।
তার কারণ হলো অপর কোন ব্যক্তি যেন সে অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা তুলে নিতে না
পারে । মূলত এ কারণেই পাসওয়ার্ড ব্যবহার করা হয় যাতে একাউন্টটি
নিরাপদ থাকে । তবে একটা বিষয় দেখতে পাওয়া যায় যে অনেক মানুষ রয়েছে যারা
তাদের পার্সোনাল একাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে পারে না । এজন্য তারা
দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় ।
আরও পড়ুন ঃ কম্পিউটার আবিস্কারের ইতিহাস সম্পর্কে জেনে নিন
তবে এই বিষয়টি নিয়ে আর দুশ্চিন্তায় ভুগতে হবে না । যদি কেউ নগদ একাউন্টের
পিন নম্বর অথবা পাসওয়ার্ড ভুলে যায় তাহলে সে কল সেন্টারে যোগাযোগ করে তার
পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারে । অথবা নগদ কাস্টমার কেয়ার থেকে ভিজিট করে
নগদ একাউন্টের পেন রিসেট করতে পারবে ।
নগদের পিন রিসেট করার নিয়ম
নগদের পেন রিসেট করার জন্য কিছু নিয়ম কানুন রয়েছে । এ বিষয়টি হয়তো সকলে জানে
না । তবে বর্তমান আধুনিক যুগে এ সকল বিষয় সম্পর্কে জানা অতি জরুরী
। কারণ দিন দিন দেশ সমাজ এবং দেশের জনগণ উন্নতির দিকে ধাবিত হচ্ছে । আর
দিন দিন এই উন্নতির জোয়ার দিয়ে ডিজিটাল
বাংলাদেশে পরিণত হয়েছে ।
যদি কোন ব্যক্তি তার পার্সোনাল নগদ একাউন্টের পিন ভুলে যায় তাহলে তিনি কি করবেন
? যদি কোন ব্যক্তি তার নগদ একাউন্টের পাসওয়ার্ড বা পিন নম্বর ভুলে যায় এতে
ঘাবড়ানোর কোন কারণ নেই । তিনি কল সেন্টারে কল করে পিন নম্বর রিসেট করতে
পারবেন । এছাড়াও নগদ একাউন্টের পেন রিসেট করার কিছু নিয়ম রয়েছে ।
নগদ একাউন্টের পিন রিসেট করার কিছু নিয়ম এখানে দেওয়া হয়েছে
। আপনি এই নিয়মগুলো ফলো করে পিন নম্বর রিসেট করতে পারবেন । নিয়ম গুলো
হলঃ
-
যে মোবাইল নাম্বার দিয়ে আপনার নগদ একাউন্টটি খোলা হয়েছে , সেই মোবাইল
নম্বরে থেকে *167# এ নাম্বারটি তুলে ডায়াল করুন ।
-
সেখানে একটি অপশন আসবে সেটা হল পিন রিসেট ( PIN Rest ) । এবার
সেখানে ক্লিক করতে হবে ।
-
তারপর সেখানে ফরগেট ( Forget Pin ) পিন মেনু বার খুঁজে বের করতে হবে
। এবং সেখানে ক্লিক করে ফরগেট ( Forget Pin ) পিন করতে হবে ।
-
নগদ একাউন্ট খোলার সময় যে জাতীয় পরিচয় পত্র দিয়ে একাউন্টে খুলেছিলেন সে
জাতীয় পরিচয় পত্র নাম্বারটি প্রদান করতে হবে ।
-
এরপর সেখানে চার সংখ্যার একটি জন্ম সাল দিতে হবে ।
-
এরপর সেখানে একটি অপশন আসবে যদি ৯০ দিনের মধ্যে কোন খরচ করে থাকেন তাহলে ইয়েস
( Yes ) বাটনে ক্লিক করতে হবে, এবং যদি খরচ না করেন তাহলে নো ( No ) অপশনে
ক্লিক করতে হবে ।
-
এবার সেখানে আপনার গত ৯০ দিনের মধ্যে যে সকল প্রকার লেনদেন করেছেন তার একটি
চ্যানেল নির্বাচন করতে হবে । তারপর পরবর্তীতে অপশনে গিয়ে লেনদেনের যে
সঠিক পরিমাণটি রয়েছে সেটা দিতে হবে ।
-
আপনি যদি সকল তথ্যগুলোর সঠিক দিয়ে থাকেন তাহলে পরবর্তী নির্দেশনা গুলো মেনে
কিছুক্ষণ অপেক্ষা করুন । আপনার দেওয়া তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে আপনার
অনুরোধটি অর্থাৎ আপনার আবেদনটি কার্যকর করা হবে । এরপর আপনার ফোনে নগদ
কনফার্মেশন একটি এসএমএস যাবে ।
-
আপনি যখন এসএমএসটি পেয়ে যাবেন তখন নগদ মেনুতে গিয়ে *167# নাম্বারটি
ডায়াল করে একটি নতুন চার সংখ্যার পেন দিতে হবে আপনাকে । এরপর সে নতুন পিন
নম্বর দিয়ে আপনি পুনরায় নবদ একাউন্টটি ব্যবহার করতে পারবেন ।
নগদ একাউন্ট পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
নগদ একাউন্টের পাসওয়ার্ড যদি কোন সরদর ব্যক্তি ভুলে যান তাহলে তিনি আবার সেই অ্যাকাউন্টটি চালু করতে পারবেন । আপনি হয়ত ভাবছেন যে কিভাবে পাসওয়ার্ড ভুলে গেলে আবার সেই একাউন্টটি চালু করব । খুব সহজে আপনি ভুলে যাওয়া নগদ একাউন্টের পিন রিসেট করে পুনরায় একাউন্টটি ব্যবহার করতে পারবেন ।
তার জন্য যে কাজটা আপনাকে করতে হবে তা হলো আপনার যে নম্বর দিয়ে নগদ একাউন্টটি
খোলা হয়েছে সেই নম্বর থেকে *167# নাম্বারে ডায়াল করতে হবে । এই
নাম্বারটি তে ডায়াল করার পর আপনি কল সেন্টার থেকে ভিজিট করে আপনার নগদ একাউন্টের
পাসওয়ার্ড বা পিন নম্বর রিসেট করতে পারবেন ।
এছাড়া নগদ একাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করে আপনি আপনার একাউন্টটি
পুনরায় চালু করতে পারবেন । তার জন্য কিছু নিয়মাবলী রয়েছে । সে সকল
নিয়মাবলী ওপরের চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করেছি । আশা করি সেখান থেকে
আপনি আপনার নগদ একাউন্টের পাসওয়ার্ড রিসেট করে আবার আপনার একাউন্টটি
ব্যবহার করতে পারবেন ।
নগদ একাউন্ট লক হলে করনীয়
যদি কারো নগদ একাউন্ট লক হয়ে যায় তাহলে কিভাবে একাউন্টটি আনলক করবেন সে
সম্পর্কে এখন আলোচনা করব । যদি কারো নগদ একাউন্ট লক হয়ে যায় তাহলে
তাকে কয়েকটি করণীয় রয়েছে সেগুলো পালন করতে হবে । সে করণীয় গুলো
হল ঃ
-
আপনার নগদ একাউন্টের লক টি খোলার জন্য নগদ এজেন্ট নাম্বারে ( ১৬১৬৭ ) কল
করতে হবে । এটা হল নগদ এজেন্ট নাম্বার বা হেল্পলাইন নাম্বার ।
-
সে নাম্বারটিতে কল করার পর আপনাকে বলতে হবে যে আপনার নগদ একাউন্টটি লক হয়ে
গেছে । এবং আপনি সেই অ্যাকাউন্টটি আনলক করতে চান ।
-
তারপর তারা আপনার অ্যাকাউন্ট এর ডিটেলস কিছু তথ্য জানতে চাইবে । আপনি নগদ
একাউন্ট খোলার সময় যে সকল তথ্যগুলো দিয়েছিলেন সেগুলো সঠিকভাবে তাদের কাছে
বলতে হবে ।
- তারপর তারা আপনার দেয়া তথ্য অনুযায়ী পিন রিসেট অপশনটি চালু করে দিবে । এরপর আপনি সেখানে পিন রিসেট করে পুনরায় একটি পিন নম্বর দিয়ে সে একাউন্টে ঢুকতে পারবেন । এবং পুনরায় আপনার নগদ একাউন্টটি ব্যবহার করতে পারবেন ।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ একাউন্ট দেখার জন্য কয়েকটি উপায় রয়েছে । যে উপায়গুলোর মাধ্যমে
আপনি আপনার নগদ একাউন্টে দেখতে পারবেন । তার মধ্যে থেকে এখানে ২ উপায়
সম্পর্কে আলোচনা করেছি । এই দুইটি উপায় এর মাধ্যমে আপনি আপনার নগদ
একাউন্টটি দেখতে পারবেন এবং সেখানে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারবেন
।
উপায় ১
প্রথমে আপনাকে ( Google Play Store ) থেকে সার্চ বাটনে গিয়ে নগদ অ্যাপ লিখে
সার্চ করতে হবে ।তারপর সেখানে নগদ একটি আসবে এবং সেখান থেকে অ্যাপটি ইন্সটল করতে
হবে । ইন্সটল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করতে হবে . এবং সেখানে যদি আপনার
মোবাইল নাম্বার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সে নম্বরটি দিয়ে লগইন করতে হবে
।
আর যদি না থাকে তাহলে নতুন করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে । এরপর একাউন্টে
খোলা হয়ে গেলে আপনি নগদ অ্যাপ এ গিয়ে আপনার নম্বর দিয়ে লগইন করে সেখান
থেকে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন । আর যদি একাউন্ট আগে থেকে খোলা
থাকে তাহলে আপনার যে নম্বরে খোলা আছে সে নম্বরটি দিয়ে লগইন করলে আপনি আপনার
একাউন্টটি দেখতে পাবেন ।
আরও পড়ুন ঃ ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর মেয়াদ কতদিন
উপায় ২
আপনি আপনার নগদ একাউন্টটি দেখতে চাইলে আপনাকে একটি USSD কোড লিখে ডায়াল
করতে হবে । সে কোড টি হলো *167# । এই কোডটি দিয়ে ডায়াল করে আপনি খুব
সহজে নগদ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন ।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক এ আর্টিকেলটিতে নগদের পিন রিসেট রিকোয়েস্ট ফর্ম এবং নগদের রিসেট
করার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি । আশা করি পোস্টটি পড়ে এ
বিষয়ে জানতে পেরেছেন । এই পোস্টটি থেকে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন
তাহলে অবশ্যই শেয়ার করবেন । এবং অপরকে এ বিষয়ে জানার জন্য সহায়তা করবেন
।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url