ম্যানিলা কোন ফসলের উন্নত জাত-দোআঁশ মাটিতে ফসল ভালো জন্মায় কেন
প্রিয় পাঠক আপনি হয়তো ম্যানিলা কোন ফসলের উন্নত জাত এ বিষয়ে জানার অনেক চেষ্টা
করছেন কিন্তু সঠিক তথ্য পাচ্ছেন না । তাহলে এ আর্টিকেলটি আপনি পড়তে পারেন
। এই আর্টিকেলে এ বিষয়ে সঠিক তথ্য দেওয়া আছে । এছাড়াও দোআঁশ মাটিতে ফসল
ভালো জন্মায় কেন এ বিষয়ে আলোচনা করা হয়েছে ।
বাংলাদেশ কৃষি প্রধান দেশ । এই দেশের জমিতে নানা রকমের ফসল উৎপাদন করে থাকে বাংলাদেশের কৃষকরা । কৃষকের এই কঠোর পরিশ্রমে গড়ে তোলা ফসল দিয়ে সারাদেশের খাদ্যের চাহিদা মেটানো হয় ।
ভুমিকা
বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ । এ দেশের জমিতে নানা রকমের ফসল উতপাদন করে হয় । আমাদের দেশের বাঙালিরা কৃষির সাথে গভির ভাবে মিশে আছে । এই বাংলার মাটিতে ফসল ফলিয়ে এদেশের কৃষকরা দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছে । ফসল উৎপাদন করে কৃষকরা আমাদের খাদ্দের ঘাটতি পুরন করে ।
এবং এই ফসল উৎপাদন করে কৃষকরা তাদের নিজেদের জীবিকা নির্বাহ করে থাকে । বাংলাদেশে ৬০ % মানুষ কৃষক । তারা কৃষি কাজ করে এবং বাকি ৪০ % মানুষ অন্যান্য কাজ কাম করে । এজন্য বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়েছে ।
ম্যানিলা কোন ফসলের উন্নত জাত
ম্যানিলা কি এবং এটা কোন ফসলের উন্নত জাত সে বিষয়ে অনেকের জানার আগ্রহ । এই
টার জাত হয়তো সকলে জানেন না যে এটা আসলে কি জিনিস বা কোন ফসলের জাত এটা
। তো এক কথা বলতে গেলে ম্যানিলা হলো তামাক পাতার এক ধরনের জাত । আমরা
সাধারণত সবাই তামাক পাতা চিনি । কিন্তু এটার জাত সম্পর্কে হয়তো সকলে
জানে না ।
এ তামাক পাতার সর্বপ্রথম উৎপাদন ঘটে ইউরোপ এবং আমেরিকাতে । সর্বপ্রথম এ
দুইটি জায়গাতে তামাক পাতা চাষ করা হতো । আগেকার মানুষ তামাক পাতা উৎপাদন
করতে তাদের প্রয়োজন মেটানোর জন্য । তবে আস্তে আস্তে এটার কদর অনেক বেড়ে
যায় । বর্তমান সময়ের তামাক পাতা একটি লাভ জনক ফসল হিসেবে পরিচিতি লাভ করে
।
যদিও এই তামাক পাতার উৎপাদন সর্বপ্রথম ইউরোপ এবং আমেরিকাতে করা
হতো, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশেও এর চাষ প্রচুর পরিমানে করা হয়
। তামাক পাতার উৎপাদন বর্তমান বাংলাদেশের প্রচুর হারের বৃদ্ধি পেয়েছে
। আমাদের বাংলাদেশের একটি বিভাগ রংপুর । যদি লক্ষ্য করা যায় তাহলে
রংপুরের অনেক মানুষজন তামাক পাতা উৎপাদনকে পেশা করে নিয়েছে ।
নিজের আয় ইনকাম বৃদ্ধি করতে উত্তরাঞ্চলের অর্থাৎ রংপুর বিভাগের মানুষ সেটাকে
একটা মূল উৎস হিসেবে আঁকড়ে ধরে আছে । তো এই তামাক পাতারি একটি উন্নত জাত
হলো ম্যানিলা । এই ম্যানিলা জাতের তামাক উৎপাদন করা হয় আমাদের বাংলাদেশের
একটি বিভাগ রংপুরে ।
তো আশা করছি যে বুঝতে পেরেছেন ম্যানিলা কোন ফসলের একটি উন্নত জাত । এই
ম্যানিল া জাতের তামাক পাতা উৎপাদন করে এখন কৃষকরা অনেক লাভ করছে এবং তারা তাদের
ইনকামের একটি মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে ।
আরও পড়ুন ঃ মেয়েদের ওজন কমানোর ডায়েট চার্ট বিস্তারিত
দোআঁশ মাটিতে ফসল ভালো জন্মায় কেন
দোআঁশ মাটিকে প্রায় সময়ই বলা হয় মালের স্বপ্ন । মালির স্বপ্ন হিসেবে
দোআঁশ মাটিকে অভিহিত করা হয়েছে । দোআঁশ মাটি কাকে বলে ? সহজ ভাষাই বলতে
গেলে যে মাটিতে বালি,পলি এবং কাদা মাটি মিশ্রিত থাকে তাকে বলা হয় দোআঁশ মাটি । এই
মাটিতে নিষ্কাশন পুষ্টি ধারন ক্ষমতা রয়েছে প্রচুর পরিমানে ।
তাই এই মাটিতে ফসল ও ভালো জন্মে । দোআঁশ মাটিতে যে সকল ফসল গুলা ভালো জন্মে সেগুলো হল ঃ
চাল
বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের মাটিতে প্রচুর পরিমান ভিটামিন এবং পুষ্টি রয়েছে । এবং এই সকল মাটি গুলো উর্বর ও বেশ । ধান চাষের জন্য একটি বেশ গুরুত্বপূর্ণ অবদান কারি মাটি হল দোআঁশ মাটি । এই মাটিতে খুব ভাল ধান চাষ হয় ।
পাট
এই পাটকে গোল্ডেন ফাইবার বলে স্বীকৃতি দেওয়া হয়েছে । যেটাকে বাংলায় বলা হয় সোনালি আঁশ । এটাকে বাংলাদেশের একটি অর্থকরী ফসল হিসেবে চিনে সকলে । দোআঁশ মাটিতে পাট চাষ খুব ভালো হয় । পাটকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে দোআঁশ মাটি ।
আলু
সিতল জলবায়ু এবং দোআঁশ সমৃদ্ধ দোআঁশ মাটিতে খুব ভালো আলু চাষ করা হয় । আলু চাষের জন্য একটি উপযোগী মাটি হল দোআঁশ মাটি । পশ্চিমবঙ্গের উর্বর ও দোআঁশ মাটিতে খুব ভালো আলু জন্মায় ।
শাকসবজি
পশ্চিমবঙ্গের দোআঁশ মাটিতে শাকসবজি ভালো জন্মাই । পশ্চিমবঙ্গের দোআঁশ মাটিতে যেসকল শাকসবজি গুলো ভালো জন্মাই সেগুলো হল টমেটো, গাজর , ফুলকপি ইত্যাদি । এ সকল শাকসবজি গুলো দোআঁশ মাটিতে ভালো জন্মাই ।
আরও পড়ুন ঃ চুলের যত্নে জয়তুন তেল - জয়তুন তেল চেনার উপায়
বেলে মাটিতে কোন ফসল ভালো হয়
বেলে মাটির কনা গুলো বরত্তের পরিচয় বহন করে । তার আলগা গঠন এবং তার সুন্দর বায়ুচলাচল নিষ্কাশন প্রদান করেছে । এই বেলে মাটিকে আর্দ্রতা ধরে রাখতে অনেক সংগ্রাম করতে হয় । যা অন্যান্য মাটির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না সহজে । বেলে মাটিতে যে সকল ফসল গুলা ভালো জন্মাই সেগুলা হল ঃ
চিনাবাদাম
বেলে মাটিতে চিনাবাদাম খুব ভাল জন্মে । কারন হল বাদাম সবসময় নরম মাটিতে ভালো হয় । বাদাম মাটির নিচে জন্মাই সে জন্য বাদাম নরম বেলে মাটিতে লাগাতে হয় । এইটা নাইট্রোজেনের ফিক্সের মাদ্ধমে মাটির উর্বরতা বাড়াই । শুধু তাই নয় এই চিনাবাদাম কৃষকের কাছে একটি লাভ জনক ফসল।
ছোলা
ছোলা একটি পুষ্টি সম্পন্ন ফসল । ছোলাতে প্রচুর পরিমানে পুষ্টি সমৃদ্ধ থাকে । ছোলা যেমন মানুষের জন্য উপকারি । ঠিক তেমনি জমির জন্য ও অনেক উপকারি ।
মিষ্টি আলু
বেলে মাটির জন্য একটি উপজুক্ত ফসল হল মিষ্টি আলু । মিষ্টি আলু মাটির নিছের দিকে জেতে থাকে । তাই যদি মাটি নরম হয় তাহলে মিষ্টি আলু গভিরে জেতে পারে এবং ফলন ও ভালো হয় । এটা রুট সিস্টেমে মাটির গভিরে গিয়ে মাটির উপকার করে।
হলুদ
হলুদ ও বাদাম জাতীয় একটি ফসল । যা মাটির নিচে জন্মায় । হলুদ রান্নার মসলার সাথে সাথে ওষুধের ও কাজ করে । এইটা বেলে মাটিতে ভালো জন্মায় । এবং মাটির উর্বরতা বৃদ্ধি পায় ।
এটেল মাটিতে কোন ফসল ভালো হয়
বাংলাদেশের অনেক জায়গায় এটেল মাটি বিস্তৃত । এটেল মাটি শুধু ফসল ফলানর জন্য ব্যাবহার করা হয় না । এই এটেল মাটি দিয়ে অনেক মাটির যে সকল আসবাবপত্র তৈরি করা হয় । মৃৎশিল্পের জন্য এটেল মাটি খুবই প্রয়োজনীয় । এই এটেল মাটি দিয়ে অনেক কিছু তৈরি করে থাকে মৃৎ শিল্পীরা ।
এই এটেল মাটি ব্যাবহার করে অনেক রকমের মূর্তি তৈরি করে থাকে । মূর্তি তইরিতে এটেল মাটি খুবই উপযোগী । এছাড়াও এটেল মাটিতে অনেক ফসল ও জন্মাই । যে সকল ফসল গুলো এটেল মাটিতে জন্মাই সেগুলো হল ঃ
- এটেল মাটিতে ধান ভালো হয় ।
- গম
- ভুট্টা
- সয়াবিন
- চিনাবাদাম
- তুলা
- ডাল
- তৈলবীজ
- আখ
ফসল উৎপাদনে মাটির গুরুত্ব
ফসল উৎপাদনে মাটির গুরুত্ব অনেক । কারন যেকোনো ফসল জমিতেই করা হয় । তবে জমিতে যেকোনো ফসল করার জন্য মাটিতে পর্যাপ্ত পরিমানে পুষ্টি থাকতে হবে । তা নাহলে সেই পুষ্টি হিন জমিতে ফসল ভালো জন্মায় না । সে জন্য উপজুক্ত মাটিতে ফসল ফলাতে হবে । তাহলে তার ফলন ও ভালো হবে ।
মানুষ তইরির মূল উপাদান কিন্তু মাটি । এই মাটি দিয়েই দুনিয়ার সকল মানুষকে সৃষ্টি করা হয়েছে । এবার মানুষের যে কোন কাজে এবং দৈনন্দিন কাজে মাটি খুব গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে । তাই মানুষের জিবনের সাথে বিশেষ জরিয়ে রয়েছে মাটি ।
লেখক এর মন্তব্য
প্রিয় পাঠক গন আশা করছি যে এ আর্টিকেলটি থেকে ম্যানিলা কোন ফসলের উন্নত জাত এবং
দোআঁশ মাটিতে ভালো ফসল জন্মায় কেন এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন
। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় বাংলাদেশের কৃষকরা বিভিন্ন ধরনের
শাকসবজি এবং ফসল উৎপাদন করে থাকেন বাংলাদেশের মাটিতে ।
আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব এবং অন্যদের
কাছে শেয়ার করে দেবেন । এবং কৃষি বিষয়ে জানতে সকলকে উৎসাহিত করবেন
।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url