রাধুনী মসলার উপকারিতা-রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল
প্রিয় পাঠক আপনারা অনেকে রয়েছেন যারা রান্না করতে অনেক ভালবাসেন । যারা রান্না করতে পছন্দ করে তারা সবসময় নতুন নতুন টপিক জানার চেষ্টা করেন । এই আর্টিকেলে নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আলোচনা করা হয়েছে । এই আর্টিকেলটি পড়ে আপনি রাধুনি মসলার উপকারিতা এবং রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করতে হয় তা জানতে পারবেন ।
রান্না করা অনেকের পছন্দের একটি কাজ । তাই রান্নাকে অনেক বেশি সুস্বাদু করে তুলতে রাধুনি মসলা ব্য্যাবহার করুন এবং রাধুনি মসলার উপকারিতা সম্পর্কে জেনে নিন ।
পোস্ট সূচীপত্র ঃ
ভুমিকা
বাঙালির ঘরে ঘরে রান্নার চমক লাগাতে ব্যাবহার করুন রাধুনি মসলা । এই রাধুনি মসলা রান্নার সুস্বাদু এবং সুঘ্রাণ কে বাড়িয়ে তুলতে সাহায্য করে । মাংস সহ যেকোনো খাবার কে সুস্বাদু করে তোলে রাধুনি মসলা । বাঙালি হেঁসেল গুলোতে রান্নার সমাহার থাকে সবসময় । আর এই রান্নাকে কেন্দ্র করে গ্রামে গঞ্জের বাঙালি হেঁসেল গুলো বিভিন্ন আইটেম নিয়ে মেতে ওঠে ।
রাধুনি মসলা তইরির একটি উপকরন হলো এপিসিয়া । এপিসিয়া একটি পরিবারের সপুস্পক উদ্ভিদ । দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইন্দনেসিয়াতে এটির চাষ করা হয় প্রচুর পরিমানে ।
রাধুনী মসলার উপকারিতা
রাধুনী মসলার একটি নাম রয়েছে যাকে বলা হয় আজ মোদা । এছারাও এটার একটা
বৈজ্ঞানিক
নাম রয়েছে । সে নামটা হলো ( Trachyspermum roxiburghianum বা Carum
roxburghianum ) । এর সুগন্ধে যুক্ত হল বীজ রয়েছে । যা বাঙালি শৈলীর
রন্ধন কাজে প্রায় ব্যবহার করা হয় । রান্নার সময় যদি রান্না ভালো না হয় , অথবা
যদি সুস্বাদু না হয় তাহলে কিন্তু খাওয়ার কোন ইমেজ থাকে না ।
আরও পড়ুন ঃ আলুর রস দিয়ে রূপচর্চা করার উপায় বিস্তারিত
এবং যদি খাবারে সুন্দর ঘ্রান না পাওয়া যায় তাহলে কিন্তু খেতে বসে তৃপ্তি করে খাওয়া যায় না । এবং খাবারে যদি স্বাদ ও ঘ্রান না থাকে তাহলে মনে হয় খাবারে জেন কোন কিছু একটা মিস হয়ে গেছে । সে কারনে খাবারকে পরিপূর্ণ রুপ দিতে রাধুনি মসলা খুব গুরুত্ত পূর্ণ একটি উপাদান । যা রান্নাকে মুখরোচক করে তুলে ।
খাবারে এ রাধুনি মাসলা ব্যবহার করলে যেমন খাবারের স্বাদ বৃদ্ধি করে ঠিক তেমনি
এটার উপকারও রয়েছে । খাবারে রাধুনি মসলা ব্যবহার করলে যে সকল
উপকারিতা পাওয়া যায় সে সকল উপকারিতা গুলো সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা
হয়েছে । রাজধানী মসলার উপকারিতা গুলো হল ঃ
- হজম করতে সাহায্য করে
- হাড়ের স্বাস্থ্য বজায় রাখে
- শারীরিক সমস্যা দূর করে
-
অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়
- আয়রনের ঘাটতি পূরণ করে
রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল
আমরা সকলে ভালো-মন্দ খাবার খুঁজতে থাকি । এবং সুস্বাদু খাবার খাওয়ার চেষ্টা
করি । কিন্তু আমরা সব সময় কি সুস্বাদু খাবার খায় ? আমরা খাবার
সময় কতটুকু সুস্বাদু খাবার খায় সেটা হয়তো জানি না । সুস্বাদু একটি খাবার হল
চাইনিজ ভেজিটেবল । চাইনিজ ভেজিটেবল কে না খেতে পছন্দ করে । এটা সকলেরই
পছন্দের একটি খাবার ।
কিন্তু যখনই খাবারটি খেতে ইচ্ছা করে তখনই কিন্তু হাতের কাছে এ খাবারটি পাওয়া
যায় না । এ খাবারটি খেতে হলে রেস্টুরেন্টে যাওয়া লাগে অথবা অনলাইনে অর্ডার
করে নিতে হয় । কিন্তু আর কতদিন এভাবে বসে থাকবেন । তাই যখন ইচ্ছা তখনই
ঘরে বসে বানিয়ে ফেলুন চাইনিজ ভেজিটেবল । চাইনিজ ভেজিটেবল বানানোর যেসব
উপকরণ সেগুলো হলো ঃ
- পরিমাণ মতো মুরগির মাংস নিতে হবে
- চার পাঁচটি গাজর
- একটি কাঁচা পেঁপে
- যে কোন রঙের একটি ক্যাপসিকাম
- এক চামচ গোলমরিচের গুড়া
-
এক চামচ সস এবং কর্ণ ফ্লাওয়ার 2 চামচ
- এক চামচ চিনি
- দুই কাপ গরম পানি
- আদা রসুন বাটা ১ চামচ
-
একটি পেঁয়াজকে চার ভাগ করে নিতে হবে
চাইনিজ ভেজিটেবল বানানোর পদ্ধতি ঃ
এগ ফ্রাইড রাইস রেসিপি
অনেকে হয়তো এগ ফ্রাইড রাইস তৈরি করতে চান । কিন্তু সঠিক নিয়ম না জানায়
হয়তো করতে পারেন না । এখানে কিভাবে ফ্রাইড রাইস তৈরি করবেন সে সম্পর্কে
সুন্দরভাবে আলোচনা করা হয়েছে । যদি এই নিয়ম মোতাবেক কাজ করতে পারেন তাহলে
খুব সহজে এবং সুন্দরভাবে ঘরে বসে ফ্রাইড রাইস তৈরি করতে পারবেন ।
উপকরন
ফ্রাইড রাইস তৈরি করতে যে সকল উপকরণ গুলো লাগবে সেগুলো হলো ঃ পোলাওয়ের চাল, মটরশুটি, পেঁয়াজ, ডিম, গোলমরিচ এর গুড়া , সয়া সস , সয়াবিন তেল, কাঁচামরিচ ও লবণ । এ সকল উপকরণগুলো প্রস্তুত করে নিয়ে কাজ শুরু করে দিতে হবে ।
পদ্ধতি
এবার পোলাওয়ের চাল দিয়ে ভাত রান্না করে নিয়ে সেগুলো বাতাসে ঝড়ঝরে করে নিতে হবে । কারণ যদি ঝরঝরে না করা হয় তাহলে ফ্রাইড রাইস ভালো হবে না । এবার ঝরঝরে করা হয়ে গেলে সেগুলো রেখে দিতে হবে একটি পাত্রে । এবং আরেকটি পাত্রে অথবা প্যানে তেল গরম করে নিতে হবে । সে গরম তেলে পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিতে হবে ।
তারপর সেগুলোর ভেতর ডিম ভেঙ্গে দিতে হবে । এবার তেল ডিম ও পেঁয়াজ একত্র ে
নাড়তে হবে । সেগুলো ভেজে নিয়ে তার ভেতরে মটরশুঁটি দিয়ে দিতে হবে
। এবং সবগুলো একত্র ভাজতে হবে । এবার আলাদা করে রাখা ভাতগুলো লবণ দিয়ে
নাড়তে হবে এবং সে ভাজা পেঁয়াজ ও মটরশুঁটির মধ্যে দিয়ে তারপর কাঁচামরিচ ও সয়া
সস দিতে হবে ।
এবার সেগুলো একত্রে নেরে নিতে হবে । তাহলে তৈরি হয়ে গেল এগ ফ্রাইড রাইস । আপনারা চাইলে খুব সহজে ঘরে বসে তৈরি করে নিতে পারেন এগ ফ্রাইড রাইস ।
চিলি চিকেন রেসিপি উপকরণ
চিলি চিকেন হল অন্যতম একটি চাইনিজ খাবার । যা বাংলাদেশে এখন সচরাচর সকল
রেস্টুরেন্টে পাওয়া যায় । এছাড়া এখন বাঙালিরা এই চিলি চিকেন কে একটি
বিশেষ খাদ্য হিসেবে গ্রহণ করে নিয়েছেন । তবে এই চিলি চিকেন খেতে চাইলে সব
সময় কি রেস্টুরেন্টে যাওয়া সম্ভব ? হয়তো সম্ভব না, তো আপনি চাইলে
ঘরে বসে চিলি চিকেন তৈরি করতে পারেন ।
চিলি চিকেন তৈরি করার উপকরণ সমূহ ঃ
- দুইটা ডিম
- ২৫০ গ্রাম চিকেন
- কর্ণ ফ্লাওয়ার
- ময়দা
- তেল
- কাঁচামরিচ
- চিনি
- সয়া সস
- পেঁয়াজ কলি
- টমেটো
- গোলমরিচ
- ব্রথ পাউডার
চিকেন পকোড়া রেসিপি
চিকেন পাকোড়া খেতে অনেকেই পছন্দ করেন । যে কোন আড্ডা জমাতে চিকেন পকোড়া
খুব সুন্দর একটি খাবার । এবং হালকা নাস্তাতেও চিকেন পাকোড়া রাখা যায়
। চিকেন পকোড়া দিয়ে খুব সুন্দর ভাবে নাস্তা উপস্থাপন করা যায় । অনেকে
হয়তো এ বিষয়ে জানেন আবার অনেকে হয়তো জানেন না ।
তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে খুব সহজে চিকেন পাকোড়া তৈরি করবেন । চিকেন
পকোড়া তৈরি করতে কিছু উপকরণ দরকার হয় । সেই উপকরণগুলো হলো ঃ
- চিকেন ৫০০ গ্রাম
- হলুদের গুঁড়া হাফ চামচ
- পরিমাণ মতো পানি
- ধনেপাতা
- দুই পিস পেঁয়াজ
- ২ চামচ লেবুর রস
- আদা রসুন বাটা দুই চামচ
- দেড় কাপ মত বেসন
- চার চামচ চালের গুঁড়ো
লেখকের শেষ কথা
প্রিয় পাঠকগণ আশা করি আর্টিকেলটি পড়ে রাধুনী মসলার উপকারিতা এবং রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল কিভাবে রান্না করতে হয় সেই বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন । এই আর্টিকেলটি থেকে যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই সেয়ার করবেন । এবং অপরকে জানার সুজগ করে দিবেন ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url