মুখের তৈলাক্ত ভাব দূর করার ঘরোয়া উপায়
প্রিয় পাঠক আপনি কি মুখের তৈলাক্ত ভাব দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে জানতে চাচ্ছেন ? তাহলে এ আর্টিকেলটি আপনি পড়তে পারেন । এখানে মুখর তৈলাক্ত ভাব দূর করার ঘরোয়া উপায় বিস্তারিত আলোচনা করা হয়েছে । এছাড়াও ওয়েলি স্ক্রিন দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে । তাই এ বিষয়ে সঠিক সমাধান পেতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন ।
অনেকের মুখে এই তৈলাক্ত ভাবটা দেখা যায় । মুখের এই তৈলাক্ত ভাব দূর করতে চাইলে নিচে আলোচিত তথ্যগুলি চলুন পড়ে নেওয়া যাক ।
পোস্ট সূচিপত্র ঃ যে সকল পোস্ট পড়তে চান নিচে ক্লিক করুন ।
- ভুমিকা
- মুখের তৈলাক্ত ভাব দূর করার ঘরোয়া উপায়
- অয়েলি স্কিন দূর করার উপায়
- তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায়
- তৈলাক্ত ত্বকের ব্রণের দাগ দূর করার ক্রিম
- তৈলাক্ত ত্বক ফর্সা করার উপায়
- লেখক এর মন্তব্য
ভুমিকা
অনেক মানুষের মুখের দিকে তাকালে দেখা যায় যে তাদের মুখে একটি তেলতেলে ভাব দেখতে
পাওয়া যায় । এই তেল তেলে ভাবটি বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার সময়
বেশি বুঝতে পারা যায় । তার কারণ হলো মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন মুখে কোন
প্রকার আলো বাতাস লাগেনা । সে কারণে এই তৈলাক্ত ভাবটি মুখের উপর
ফুটে ওঠে ।
এই সমস্যার থেকে কিভাবে সমাধান পাবেন চলুন নিচে আলোচনা করা হয়েছে এ বিষয়ে
। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ে এ বিষয়ে তথ্যগুলো জেনে নেওয়া যাক এবং এই
সমস্যার থেকে মুক্তি পাওয়ার উপায় জানা যাক ।
মুখের তৈলাক্ত ভাব দূর করার ঘরোয়া উপায়
অনেকের মুখে যেই তৈলাক্ত ভাব দেখা যায় । সে সমস্যাটির কারণে অনেকেই অনেক কিছু
মনে করেন । কেউ কেউ এটাকে অনেক বড় সমস্যা হিসেবে মনে করেন । তবে আপনি
চাইলে ই ঘরে বসে এইটার সমাধান পেতে পারেন । এবং ঘরে বসে কিছু টিপস অবলম্বন
করে মুখের এই তৈলাক্ত ভাবটি দূর করতে পারবেন ।
এই তৈলাক্ত ভাব অথবা তৈলাক্ত মুখ নিয়ে যখন বাইরে বের হওয়া যায় তখন সে তৈলাক্ত
ভাবের কারণে মুখে অনেক ধুলো বালি লেগে যায় । মুখে এই তৈলাক্ত ভাব হওয়ার
কারণে মুখের লোমকূপ গুলো বন্ধ হয়ে যায় । ফলে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ
ঘটে এবং তা থেকে মুখে ব্রণ হতে থাকে । এটা যদি সমাধান না করা যায় তবে আস্তে
আস্তে অনেক ব্রণ বের হতে থাকে ।
এই তৈলাক্ত ভাব দূর করতে আপনি লেবু ব্যবহার করতে পারেন । কারণ লেবুতে
রয়েছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড । যা মুখের তেলতেলে ভাব নিয়ন্ত্রণ
করতে সক্ষম । লেবু ব্যবহার করে আপনি ত্বকের তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণ করতে
পারবেন । এবং সাথে সাথে ব্যাকটেরিয়া প্রতিরোধ করে ত্বকের ব্রণ উঠা বন্ধ
করতে পারবেন ।
আরও পড়ুন ঃ অ্যালোভেরা জেল মুখে মাখলে কি হয় বিস্তারিত জেনে নিন
লেবু প্যাক
একটি তরতাজা লেবু নিয়ে সেটা থেকে এক টেবিল চামচ পরিমাণ রস নিয়ে নিতে হবে । এবং তার সাথে এক টেবিল চামচ সমপরিমাণ মধু নিতে হবে । এর লেবুর রস ও মধু একসঙ্গে মিশ্রিত করে আপনি একটি প্যাক তৈরি করতে পারেন । যখন লেবুর রস ও মধু পেস্ট করা হয়ে যাবে তখন দেখতে পাবেন সেগুলো গাঢ় হয়ে গেছে ।
তারপর সেই
লেবু ও মধুর
মিশ্রিত একটি আপনি আপনার মুখে অথবা তোকে ভালোভাবে লাগিয়ে নিন । এরপর প্রায়
১৫ মিনিট অপেক্ষা করুন । ১৫ মিনিট হয়ে গেলে আপনি আপনার ত্বক ঠান্ডা পানি
দিয়ে সুন্দরভাবে ধুয়ে ফেলুন । এক একটি ব্যবহারের কারণে আপনার ত্বকের
তৈলাক্ত ভাব দূর হবে এবং ত্বকের ব্রণ ওঠা বন্ধ হবে ।
অয়েলি স্কিন দূর করার উপায়
মানুষের ত্বকে থাকা সেবাশী আস না একটি গ্রন্থি রয়েছে । সেই
সেবাসিয়াস গ্রন্থি থেকে অতিরিক্ত পরিমাণে শিবাম উৎপাদন হয় । আর এ
কারণে মুখে তৈলাক্ত ভাব অথবা ত্বকের তৈলাক্ত ভাব ফুটে ওঠে । সেবাম হল চর্বি
জাতীয় একটি পদার্থ । এই উপাদানটির কাজ হল ত্বককে রক্ষা করা এবং ত্বকের যে
সকল মইয়েশচরাইজ রয়েছে তা নিয়ন্ত্রণ করা ।
তবে অনেক সময় যে বিষয়টি ঘটে তা হল ত্বকের যে লোমকূপ গুলো রয়েছে অথবা মুখের যে
লোম কুপ রয়েছে সেগুলোতে সিবাম আটকে যায় । এবং তা থেকে ব্রণ এর
উৎপন্ন হয় । এই শিবাম বৃদ্ধি পাওয়ার কারণ হলো হরমোনের পরিবর্তন,
স্টেস বা মানসিক চাপ । অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপের কারণে এই
সিবাম উপাদানটি বৃদ্ধি পায় ।
ত্বকের এই তৈলাক্ত ভাব দূর করতে আপনি কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন
। এবং কয়েকটি উপাদান ব্যবহার করে ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে পারেন
। সে উপাদানগুলো হল ঃ
মুখ ধোয়া
যাদের এই তৈলাক্ততার সমস্যা রয়েছে তারা অন্তত প্রতিদিন দুইবার করে মুখ
ধুবেন । তবে খেয়াল রাখতে হবে অতিরিক্ত ক্ষার যুক্ত সাবান ব্যবহার করা যাবে
না । যে সকল সাবানগুলোতে কম পরিমাণে ক্ষার রয়েছে সে সাবান ব্যবহার করতে হবে
।
মধু
জীবাণু প্রতিরোধ করতে মধু ব্যবহার করতে পারেন । কারণ মধু জীবাণু প্রতিরোধ
করে এবং ত্বকের যে আর্দ্রতা ভাব রয়েছে তা ধরে রাখতে পারে । অতিরিক্ত ব্রণ
এবং এই তৈলাক্ত তা দূর করতে নিয়মিত মুখে মধু ব্যবহার করতে পারেন । মুখে
ভালোভাবে মধু লাগে নিয়ে অন্ততপক্ষে ১০ মিনিট অপেক্ষা করে উষ্ণ পানি দিয়ে ত্বক
ধুয়ে ফেলতে হবে ।
লেবু এবং ডিমের সাদা অংশ
লেবু এবং সাইট্রাস াস জাতীয় যে সকল ফলগুলো রয়েছে সেগুলো তেল বা চর্বি শোষণ
করতে সক্ষম । এছাড়াও এ জাতীয় ফলে এন্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা অনেক
। একটি ডিমের সাদা অংশ এবং তার সাথে এক চামচ লেবুর রস মিশিয়ে নিন
। মেশানো হয়ে গেলে সেটা যতক্ষণ না শুকায় ততক্ষণ অপেক্ষা করুন
। এবং শুকিয়ে গেলে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন ।
অ্যালোভেরা
ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে এলোভেরা । রাতে ঘুমানোর পূর্বে আপনার ত্বকে অথবা মুখে হালকা করে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন । এতে করে আপনার ত্বক থাকবে কমল এবং ত্বকে কোন প্রকার শুষ্কতা থাকবে না । তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে অধিক পরিমাণে অ্যালোভেরা ব্যবহার করা যাবে না ।
জোজোবা তেল
এক ধরনের মাস পাওয়া যায় যা জোজবা তেল দিয়ে তৈরি করা হয় । এই মাসটি আপনি
সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন । এতে করে যেটা হবে তা হল
আপনার ত্বকের যে ব্রণ রয়েছে তা কমে আসবে । এবং তৈলাক্ত ভাব দূর
করবে। তবে খেয়াল রাখবেন যদি বেশি উপকার পাওয়ার জন্য এটা অতিরিক্ত ব্যবহার
করেন তবে হিতে বিপরীত ঘটতে পারে ।
আরও পড়ুন ঃ পায়ের গোড়ালি ফাটা দূর করার ঘরোয়া উপায় জেনে নিন
তৈলাক্ত ত্বকের ব্রণ দূর করার উপায়
অনেকের তৈলাক্ত ত্বকের সাথে সাথে একটি বিষয় দেখা যায় সেটা হল ব্রণ
। তৈলাক্ত ভাবের সাথে এ ব্রণ একটি বেশ অসন্তুষ্ট জনক ঘটনা অথবা কাজ
। সেজন্য এই তৈলাক্ত ভাবের সাথে ব্রণ দূর করার জন্য আপনি ঘরোয়া যত্ন
অবলম্বন করতে পারেন । এই সমস্যার সমাধান পেতে লেবুর রস একটি খুব ভালো ঘরোয়া
উপায় ।
একটি তাজা লেবু নিয়ে তার থেকে এক চামচ পরিমাণ লেবু নিয়ে নেবেন । এবং তার
সাথে এক চামচ খাটি মধু নিয়ে সেগুলোকে ভালোভাবে একটি পরিষ্কার পাত্রে
নিয়ে পেস্ট তৈরি করবেন । এটা পেস্ট করা হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিবেন
। যখন দেখবেন এটা একটা লিকুইড জাতীয় আকার ধারণ করেছে তখন সেটা আপনি ব্যবহার
করতে পারবেন ।
সে মিশ্রণটি আপনি আপনার তাকে ভালোভাবে লাগিয়ে নেবেন । এবং কিছুক্ষণ
অপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে মুখ ধুয়ে নেবেন । এ উপায়টি
অবলম্বন করলে আপনার ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে এবং তাকে যে ব্রণ
রয়েছে তা থেকেও মুক্তি পাবেন । কারণ লেবু তে রয়েছে সাইট্রিক অ্যাসিড
। যার জীবাণু প্রতিরোধ করতে সাহায্য করে ।
ত্বকের বন্ধুর করতে হলুদ খুব ভালো একটি উপাদান । হলুদ এর সঙ্গে কিছু পরিমাণ
চন্দন এবং তার সাথে কয়েক ফোঁটা পানি একত্রে ভালোভাবে পেস্ট করে নিতে হবে
। পেস্ট করা হয়ে গেলে সেগুলো আপনি আপনার ত্বকে ব্যবহার করতে পারেন
। এই প্যাকটি ব্যবহার করার কারণে সব থেকে ব্রন দূর হয়ে যাবে এবং ত্বক
সুন্দর ও কোমল হয়ে উঠবে ।
তৈলাক্ত ত্বকের ব্রণের দাগ দূর করার ক্রিম
তৈলাক্ত ত্বক থেকে ব্রণ দূর করতে বাজারে নিয়ে এসেছে অনেক ধরনের ক্রিম । এর
সকল ক্রিমগুলো ব্যবহার করার কারণে খুব সহজে ত্বকের ব্রন দূর করা সম্ভব
। ব্রণ এমন একটি জিনিস যা বের হওয়ার পর তার থেকে ব্রণ যায় ঠিকই কিন্তু এই
ব্রণের যে দাগ সেটা কিন্তু রয়ে যায় । এজন্য আপনার ব্যবহার করতে পারেন ব্রন
দূর করার ক্রিম ।
এখানে কয়েকটি ক্রিম এর নাম উল্লেখ করা হয়েছে । এ সকল ক্রিম গুলো ব্যবহার
করে আপনি আপনার ত্বকের ব্রণ দূর করতে পারবেন এবং ব্রণ ভালো হয়ে যাওয়ার পর যে
কালো দাগ রয়ে যায় সে দাগ দূর করতেও ও সাহায্য করবে এই ক্রিম
। ক্রিমগুলোর নাম নিচে উল্লেখ করা হলো ঃ
- নোভা ক্লিয়ার একনি ক্রিম
- নরমেকনে একনি স্পট ট্রিটমেন্ট
- অন নাইট একনি প্যাচ
- বেটনোভেট
- নোভাক্লিয়ার একনি ক্লিঞ্জার
তৈলাক্ত ত্বক ফর্সা করার উপায়
তৈলাক্ত ভাব এ কথাটি যখন শুনতে পাই তখনই মনের মধ্যে একটা অন্যরকম আশঙ্কা সৃষ্টি
হয় । কারণ হলো হয়তো আমরা মনে মনে ভাবি যে তৈলাক্ত ভাব মানেই হয়তো
অনেক দাগ, ময়লাযুক্ত ত্বক, এবং ব্রণ আক্রান্ত ত্বক মনে করি । তবে
ব্যাপারটি যেভাবে মনে করা হয় আসলে কিন্তু ব্যাপারটা ঠিক তেমন নয় ।
ত্বকের তেলতেলে ভাব মানেই যে তাকে অনেক ধরনের দাগ বা সমস্যা তা কিন্তু নয়
। এই তৈলাক্ত ভাবটি হল ত্বকের যে তেলতেলে ভাব সেটা । এছাড়া ত্বকে যে
অনেক ধরনের দাগ রয়েছে এবং অতিরিক্ত ব্রণ সেগুলো কিন্তু আলাদা হিসাব
। এগুলো তেলতেলে অর্থাৎ তৈলাক্ত তার মধ্যে পড়ে না ।
তবে এই তৈলাক্ত ত্বক ফর্সা করার কয়েকটি উপায় রয়েছে । এ সকল
উপায় গুলো মেনে চললে আপনার তৈলাক্ত ত্বক খুব সহজে ফর্সা করতে পারবেন । তোর
জেনে নেওয়া যাক উপায় গুলো কি কি ?
আপনি চাইলে একটি ক্লিনজার ফেসওয়াশ কিনতে পারেন । এই ফেসওয়াশ দিয়ে দিনে
অন্ততপক্ষে সাত থেকে আট বার ঠান্ডা পানি দিয়ে আপনি আপনার মুখ ভালোভাবে ধুয়ে
নিতে পারেন । এতে করে আপনার ত্বকের তেলতেলে ভাব দূর হয়ে যাবে । তবে
যখন ফেসওয়াশ কিনবেন তখন একটা কথা খেয়াল রাখবেন যাতে সে ফেসওয়াশে যেন
প্রাকৃতিক উপাদান থাকে ।
এছাড়াও ত্বকের যত্ন ায় আপনি একটি ঘরোয়া উপায় বেছে নিতে পারেন । মুখের
উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য একটি শসা নিয়ে সেটাকে জুস করে নিতে হবে । এবং
সেই জুসের সঙ্গে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিতে হবে । এর উপায়টি যদি আপনি
মেনে চলেন তাহলে তাৎক্ষণিকভাবে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ।
লেখক এর মন্তব্য
প্রিয় পাঠক গন এ আর্টিকেলটিতে মুখর তৈলাক্ত ভাব দূর করার ঘরোয়া উপায় তুলে
ধরার চেষ্টা করেছি । এছাড়াও অয়েলি স্ক্রিন দূর করার উপায় সম্পর্কে
আলোচনা করেছি এ আর্টিকেলে । আশা করি এ আর্টিকেলটি পড়ে আপনি সামান্য পরিমাণ
হলেও উপকৃত হয়েছেন । আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তবে আর্টিকেলটি
অন্যের কাছে শেয়ার করেন ।
এবং যাদের তৈলাক্ত ত্বক রয়েছে তাদেরকে এ বিষয়ে জানার জন্য সুযোগ করে দিন
। যাতে করে তারা সঠিক সমাধান পায় এবং তৈলাক্ত ত্বকের সমস্যার সমাধান করতে
পারে । আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন
। সাথে সাথে ওয়েবসাইটে ফলো করে দেবেন ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url