বাঁকা দাঁত সোজা করার ঘরোয়া উপায় জেনে নিন
এছাড়াও বাঁকা দাঁত সোজা করার পাশাপাশি ত আরো জানতে পারবেন উঁচু দাঁত নিচু করার ঘরোয়া পদ্ধতি । কিভাবে ঘরোয়া উপায়ে উঁচু দাঁত নিচু করবেন সে সকল কিছু জানতে পারবেন এখান থেকে ।তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের টপিক ।
পোস্ট সুচিপত্র ঃ এই পোস্টের যে অংশ পড়তে চান সেখানে ক্লিক করুন ।
- ভূমিকা
- বাঁকা দাঁত সোজা করার ঘরোয়া উপায়
- বাঁকা দাত সোজা করার উপায়
- দাঁত বাঁকা ও উচু হওয়ার কারণ
- আঁকাবাঁকা দাঁত সোজা করার খরচ
- প্রতিরোধ
- পরিশেষে
ভূমিকা
আমাদের মাঝে অনেক মানুষ রয়েছে যাদের দাঁত বাঁকা, উঁচু এবং
অসন্তুষ্টি জনক । এই অসন্তুষ্টি জনক দাঁত নিয়ে আমরা সারাক্ষণ
চিন্তায় থাকি । আর উপায় খুঁজতে থাকে কিভাবে বাঁকাদাত সোজা করা
সম্ভব । বাকা দাত সোজা করার অনেক উপায় রয়েছে । সে সকল
উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে
। আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন
।
এই জন্য দেরি না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন
। এবং জেনে নিন খুব সহজে কিভাবে ঘরোয়া উপায়ে বাঁকা দাঁত সোজা করবেন
।
বাঁকা দাঁত সোজা করার ঘরোয়া উপায়
মানুষের সৌন্দর্যকে নষ্ট করার এক বিশেষ কারণ হলো আঁকাবাঁকা দাঁত । বাঁকা
দাঁতের কারণে অনেকেই দেখতে খারাপ লাগে । শুধু সৌন্দর্য খারাপ করে তা
নয় আকাবাকা দাঁতের কারণে স্বাস্থ্যেরও
ঝুঁকি থাকে ।বাকা দাত ব্রাশ করার পরও ভালোভাবে দাঁত পরিষ্কার
হয় না । বাঁকা দাঁতের কারণে ঠিকভাবে ব্রাশ করা যায় না । এজন্য
দাঁতে ময়লা জমে যায় এবং দাঁত কালো হয়ে যায় ।
এই প্রভাবের কারণে পরবর্তীতে দাঁতে পাথরের সৃষ্টি হয় । এবং বাকা দাত ভালোভাবে ব্রাশ করতে না পারার কারণে দাঁতে জিঞ্জি ভাঁটিস নামক এক ধরনের রোগের সৃষ্টি হয় । যাকে বাংলা ভাষায় বলা হয় পাইওরিয়া । এই পাইওরিয়ার কারণে মুখের দুর্গন্ধ, দাঁতের গোড়া থেকে রক্ত পড়া , মাড়ি থেকে পূজ বের হওয়া এরকম বিভিন্ন সমস্যা দেখা যায় ।
আরও পড়ুন ঃ ব্লাড ক্যান্সার হলে মানুষ কতদিন বাঁচে - ব্লাড ক্যান্সারের লক্ষণসমুহ
এজন্য আমাদের উচিত সর্বপ্রথম বাকা দাত সোজা করার উপায়গুলো জেনে
নেওয়া । বাঁকা দাঁত সোজা করার ঘরোয়া তেমন কোন টিপস
নেই, বা ঘরোয়া কোন উপায় নেই । ঘরোয়া পদ্ধতিতেঘরোয়া পদ্ধতিতে
বাকা দাত সোজা করা যায় না । তবে একটা কাজ করতে পারেন নিয়মিত
ভালোভাবে দাঁত ব্রাশ করতে হবে এবং হাত দিয়ে দাঁত মাজতে হবে
। আর সব থেকে বড় উপায় হল ডেন্টাল কেয়ারে গিয়ে পরামর্শ
গ্রহণ করা ।
বাঁকা দাত সোজা করার উপায়
এই চিকিৎসা নিতে আপনাকে ডেন্টাল বিশেষজ্ঞদের কাছে যেতে হবে । এবং
ভালো ব্যয়বহুল ও সময় সাপেক্ষ চিকিৎসকের থেকে চিকিৎসা নিতে হবে
। দুইটি উপায়ে বাঁকা দাঁত সোজা করা যায় । ১. হলো রিমুভাল
অ্যপ্লায়েন্স এবং ২. ফিক্সড অ্যাপলায়েন্স । এ দুটি
উপায়ে ডেন্টিস্টরা বাঁকা দাঁত সোজা করে থাকে ।
যে সকল মানুষের এই সমস্যা রয়েছে তাদের উচিত যত দ্রুত
সম্ভব এই রোগের চিকিৎসা নেওয়া । কারণ বয়স বৃদ্ধির সাথে
সাথে এই সমস্যারও বৃদ্ধি পেতে থাকবে । এবং একসময় মুখের সৌন্দর্যটাই
হারিয়ে যাবে বাঁকা দাঁতের কারণে । এজন্য ভালো ডেন্টাল কেয়ারে
গিয়ে দাঁতের সমস্যার সমাধান করতে হবে ।
দাঁত বাঁকা ও উচু হওয়ার কারণ
আমরা আমাদের আশেপাশে অনেকের দেখতে পাই দাঁত বাঁকা থাকে এবং দাঁত উঁচু নিচু
হয়ে থাকে । এই নিয়ে আমরা অনেকে ঠাট্টা বিদ্রুপ করে থাকে । তবে
আমাদের এরকম করাটা একদমই উচিত নয় ।কারণ এরকম সমস্যা মানুষের এমনি
এমনি হয় না । এর কিছু কারণ রয়েছে যেসব কারণে মানুষের দাঁত
বাঁকা এবং উঁচু হয়ে থাকে ।
দাঁত বাঁকা ও উঁচু হওয়ার কারণ সমূহ ঃ
-
জন্মগত কারণে অনেকের দাঁত বাঁকা হয়ে থাকে। এবং অনেকের দাঁত উঁচু হয়ে
থাকে ।
-
ম্যাক্সিলা ও ম্যান্ডবলের হাড়ের অসামঞ্জস্য এর কারণে দাঁত বাঁকা ও
উঁচু হয়ে থাকে । বিশেষ করে এই সমস্যাটা হয় দাঁত ও চোয়ালে ।
-
মানুষের দেহে বিভিন্ন রোগের কারণে এরকম সমস্যা হয়ে থাকে । বিভিন্ন রোগ
বলতে যেমন, শিষ্ট, এবং টিউমার ।
-
বাচ্চাদের কিছু কারণে এই সমস্যাটা হয়ে থাকে। যেমন অনেক বাচ্চা মুখে হাত
দিয়ে আঙুল চুষে। এ কারণে উপরের মাড়ির দাঁত সামনের
দিকে এগিয়ে আসে । এবং পরবর্তীতে দাঁত উঁচু দেখায় ।
-
দুর্ঘটনা জনিত কারণে দাঁত ভেঙে যাওয়া বা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে
। দুর্ঘটনাবশত মাড়িতে চাপ লাগার কারণে দাঁত বাঁকা হয়ে যেতে
পারে ।
-
অনেক সময় অনেকের নির্দিষ্ট দাঁতের চেয়ে অতিরিক্ত দাঁত বের হওয়ার
কারণে দাঁত বাঁকা হয়ে যায় ।
আঁকাবাঁকা দাঁত সোজা করার খরচ
আমরা অনেকে আঁকাবাঁকা দাঁত সোজা করতে চাই । কারণ এই হীনমন্যতার কারণে অনেকে অনেক সমস্যায় ভুগতে থাকেন । এজন্য বাকা দাত সোজা করা প্রয়োজন। কিন্তু বাকাদাত সোজা করতে কি রকম খরচ তা আমরা হয়তো সকলে জানি না আবার হয়তো অনেকে জানি ।
বাঁকা দাঁত সোজা করতে কি রকম খরচ তা নির্ভর করে সমস্যার উপর
। দাঁত কতটুকু বাঁকা, কতটুকু সময় লাগবে চিকিৎসা করতে এসব কারণে
বাঁকা দাঁত সোজা করার খরচ বিভিন্ন রকম হয়ে থাকে । তবে বাঁকাদাত সোজা
করতে চান যারা তাদের আনুমানিক একটি ধারণা দেওয়া যেতে পারে, যে আসলে কি
রকম খরচ হতে পারে বাকাদাত সোজা করতে ।
আরও পড়ুন ঃ মেয়েদের ওজন কমানোর ডায়েট চার্ট বিস্তারিত
আঁকাবাঁকা দাঁত সোজা করতে সাধারণত খরচ হয়ে থাকে ৪০০০ থেকে ৮
০০০ টাকা পর্যন্ত । তবে সমস্যা যত বেশি খরচটাও একটু বেশি হতে পারে
। আবার অনেক ডেন্টাল কেয়ারে তাদের নির্ধারিত
নির্দিষ্ট খরচে বাকা দাত সোজা করে দেয় । আবার এরকম আছে
অনেক জায়গায় কিস্তির মাধ্যমে টাকা
টাকা পরিশোধ করতে পারবেন ।
আশা করি বুঝতে পেরেছেন যে বাকাদাত সোজা করতে কি রকম খরচ হয়ে থাকে
। তবে যাদের এরকম সমস্যা রয়েছে তাদের উচিত যত দ্রুত সম্ভব চিকিৎসা
নেওয়া । তা না হলে পরবর্তীতে ধীরে ধীরে সমস্যারও বৃদ্ধি পেতে পারে
। এবং ছোট থেকে বড় আকারের সমস্যা সৃষ্টি হতে পারে ।
প্রতিরোধ
যেসকল বাচ্চাদের এ সমস্যা হয়ে থাকে তাদের শিশুকালেই সমস্যার সমাধান করাটা অতি
জরুরী ।যদি শিশুকালেই এই সমস্যার সমাধান করা যায়
তাহলে পরবর্তীতে বাঁকা দাঁত আর সমস্যা সৃষ্টি করবে না । এবং
অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াবে না । আর যে সকল রোগীর এ সমস্যা
রয়েছে তারা দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে পারেন । কারণ
যত দেরি করবেন তত বেশি সমস্যা হতে থাকবে ।
আবার বাঁকা দাঁত সোজা করার জন্য দাঁতে ব্রেস লাগিয়ে নিতে পারেন ।
ব্রেস লাগিয়ে বাঁকাদাত সোজা করা যায় । অল্প বয়সে এই সমস্যার
সমাধান করতে পারলে ভালো এবং স্থায়ী সফলতা পাওয়া যাবে ।এজন্য উচিত
দ্রুত অভিজ্ঞ ডেন্টিস্ট এর কাছে গিয়ে পরামর্শ অনুযায়ী চিকিৎসা
গ্রহণ করা ।
পরিশেষে
প্রিয় পাঠক আজকের আর্টিকেলটির মূল বিষয় ছিল বাঁকা দাঁত । আজকের এই
আর্টিকেলটিতে সোজা করার ঘরোয়া উপায় এবং উঁচু দাঁত নিচু করার ঘরোয়া পদ্ধতি
সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে । আশা করি এই আর্টিকেলটি আপনার কাছে
ভালো লেগেছে এবং এই আর্টিকেল থেকে দাঁত সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং
বিভিন্ন সমাধান জানতে পেরেছেন ।
আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন । এবং যে
সকল মানুষ এই সমস্যায় ভুগছে তাদের দ্রুত সাহায্য করবেন ।
"ধন্যবাদ "
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url