দাঁতের রুট ক্যানেল কি - রুট ক্যানেল কেন করা হয়
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ , প্রিয় পাঠক আপনি হয়তো জানার
চেষ্টা করছেন বা জানতে চাচ্ছেন যে দাঁতের রুট ক্যানেল কি, এবং রুট ক্যানেল
কেন করা হয় । আপনি আপনার উত্তর পেতে সঠিক জায়গায় এসেছেন । আজকের এই
আর্টিকেলটি থেকে আপনি আপনার প্রশ্নের সঠিক সমাধান পেয়ে যাবেন ।
মানুষের মুখের সৌন্দর্যের সব থেকে মূল যে বিষয়টি তা হলো দাঁত । কারণ দাঁত মানুষের মুখের সৌন্দর্যকে বৃদ্ধি করে তোলে । এজন্য আজকের এই আর্টিকেলটিতে দাঁতের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে ।
পোস্ট সূচিপত্র ঃ এই পোস্টের বিভিন্ন অংশ পড়তে নিচে ক্লিক করুন ।
- ভূমিকা
- দাঁতের রুট ক্যানেল কি
- দাঁতের রুট ক্যানেল কেন করা হয়
- রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজনীয়তা
- রুট ক্যানেল কতদিন স্থায়ী হয়
- রুট ক্যানেলের ক্ষতিকর দিক
- রুট ক্যানেলের উপকারিতা
- রুট ক্যানেল এর খরচ
- রুট ক্যানেল করার পর কি খাওয়া যায়
- লেখক এর মন্তব্য
ভূমিকা
দাঁতের রুট ক্যানেল করার বিভিন্ন কারণ এবং বিভিন্ন সমস্যার
সমাধান নিয়ে আজকের এ আর্টিকেলটি লেখা হয়েছে । আর্টিকেলটি সম্পূর্ণ
পড়লে আপনি যে সকল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন সেগুলো হলো , রুট
ক্যানেল কতদিন স্থায়ী হয়, রুট ক্যানেল এর উপকারিতা, রুট ক্যানেল এর
ক্ষতিকর দিক, রুট ক্যানেল এর খরচ ইত্যাদি বিভিন্ন বিষয় জানতে পারবেন আজকের
এই আর্টিকেলটি থেকে ।
এজন্য আপনাকে সম্পন্ন আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে । আশা করি
আর্টিকেলটি মনোযোগ সহকারে সম্পূর্ণটা পড়বেন । তো চলুন শুরু করা
যাক আজকের আলোচনা ।
দাঁতের রুট ক্যানেল কি
দাঁতের রুট ক্যানেল বলতে বোঝায় দাঁতের এক ধরনের বিশেষ চিকিৎসা । আমাদের
সকলের দাঁত শিকড়ের মতো হয়ে মাড়ির সঙ্গে লেগে থাকে । এবং সেই শেকড়ে
এক ধরনের কেনেল থাকে ।দাঁতের এই ক্যানেল যে কোন
সংক্রমণ, প্রদাহ, কিংবা যে কোন রোগে রোগে আক্রান্ত হয়ে পড়লে এটার চিকিৎসা
করা হয় । আমরা এটাকে বলে থাকি পাল্প টিস্যু বা দন্ত্য মজ্জা
।
আরও পড়ুন ঃ দাঁত শিরশির করার কারণ ও প্রতিকার
দাঁতের এই রোগের চিকিৎসা করাকে বলা হয় দাঁতের রুট ক্যানেল । যে সকল
মানুষ দাঁতের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন তাদের উচিত
দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা । এবং সে অনুযায়ী চিকিৎসা
সেবা গ্রহণ করা ।
দাঁতের রুট ক্যানেল কেন করা হয়
আমরা অনেকেই অনেক সময় একটা বিষয় লক্ষ্য করি যে আমাদের দাঁতের কিছু অংশ গর্ত বা
ক্ষয় হয়ে যায় । তখন সেখানে প্রচন্ড ব্যথা অনুভব হয় । যখন দাঁতের
এনামেল সেই গর্ত ভেদ করে দন্ত মজ্জাকে আক্রান্ত করে ফেলে তখন দাঁতে রুট
ক্যানেল করতে হয় । অনেকে ভাবতে পারেন রুট ক্যানেল না করে ফিলিং করাবেন
।
আসলে ফিলিং তখন করানো হয় যখন দাঁতের ক্ষয় বা দাঁতের গর্ত কম
থাকে । অর্থাৎ দাঁতের গর্ত এনামেল ভেদ করে দন্ত মজাই গিয়ে না
পৌঁছায় । কিন্তু দাঁতের এই ক্ষয় বা গর্ত যদি অতিরিক্ত হয়ে
যায়, সেখানে যদি অতিরিক্ত ব্যথা অনুভব হয় তখন দাঁতের রুট ক্যানেল করা হয়
। যখন দাঁতে গর্ত হয়ে যায় তখন কোন কিছু খাওয়া সম্ভব হয় না ।
বিশেষ করে আইসক্রিম, চকলেট, কিংবা যে কোন মিষ্টি জাতীয় খাবার
খেলে সেখানে বেশি ব্যথা অনুভব হয় । এজন্য আমাদের সকলের উচিত
প্রয়োজনের বাইরে কোন মিষ্টি জাতীয় কিংবা ঠান্ডা জাতীয় খাবার না খাওয়া
। কারণ এটা দাঁতের উপর বিশেষভাবে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে । এজন্য
আমাদের মাত্রা পরিমাণ মিষ্টি জাতীয় খাবার খেতে হবে ।
এবং দাঁতের নিয়মিত যত্ন নিতে হবে । আশা করি সঠিকভাবে রাতের যত্ন নিলে আমরা
সকলে রুট ক্যানেল এর হাত থেকে মুক্তি পাবো । এবং দাঁতের বিভিন্ন সমস্যা
থেকে বেঁচে থাকতে পারবো ।
রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজনীয়তা
রুট ক্যানেলের প্রয়োজনীয়তা বলতে কখন দাঁতের রুট ক্যানেল করতে
হবে সেটা কে বোঝায় ।দাঁতের রুট ক্যানেল তখনই করতে হবে যখন দাঁতে অতিরিক্ত
মাত্রায় ব্যথা করবে ।
-
অনেক সময় দাঁতে গর্ত তৈরি হয় । এবং কোন ঠান্ডা জাতীয় খাবার যেমন
আইসক্রিম কিংবা ঠান্ডা ড্রিঙ্ক অথবা মিষ্টি জাতীয় খাবার খেলে সেগুলো
সেই গিয়ে পৌঁছায় । এবং সেখান থেকে ব্যথা শুরু হয় । এই ব্যথা যদি
১৫ থেকে ২০ সেকেন্ডের পরও না কমে তাহলে বুঝবেন দাঁতের রুট
ক্যানেল করা প্রয়োজন ।
-
দাঁতের গর্ত যদি অতিরিক্ত মাত্রায় হয়ে যায় , এবং সেখান থেকে ব্যথা
অনুভব হয় । তখন রুট ক্যানেল করতে হবে । দাঁতের গর্ত বড় হয়ে
গেলে সেখান থেকে ব্যথা কান, মাথা এবং চোখ পর্যন্ত প্রবাহিত
হতে থাকে । তাই এই সমস্যা বৃদ্ধি পাওয়ার আগেই রুট ক্যানেল করে নিতে
হবে ।
-
দাঁতের ক্ষয় কিংবা দাঁতের গর্ত থাকার কারণে যদিও সারাদিন অল্প অল্প ব্যথা করে
কিন্তু সে ব্যথা যদি রাতে অতিরিক্ত মাত্রায় হয় তাহলে বুঝতে হবে, দাঁতে
রুট ক্যানেল করা প্রয়োজন ।
রুট ক্যানেল কতদিন স্থায়ী হয়
দাঁতে রুট ক্যানেল করার পর তার স্থায়িত্ব কতদিন হয় ? আসলে আমরা এমনি এমনি
দাঁতে রুট ক্যানেল করি না । দাঁতের সমস্যা যখন মাত্র ছাড়িয়ে
যায় তখন বাধ্য হয়ে রোড ক্যানেল করতে হয় । তবে যদি রুট ক্যানেল করে
সঠিক সমাধান নাই পাই তাহলে তা করা বা না করা প্রায় সমান কথা । এজন্য
আমাদের জানতে হবে দাঁতে রুট ক্যানেল করার পর তার স্থায়িত্ব কতদিন ।
দাঁতে রুট ক্যানেল করার পর তা স্থায়ী হয় অনেক দিন । এবং দাঁতে যখন কেপ পরানো হয় তখন তার বিস্তারিত থাকে সাধারণত চার সপ্তাহ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত । তবে চিকিৎসার পরিপ্রেক্ষিতে কম-বেশি হতে পারে । যখন দাঁতে রুট ক্যানেল করা হয় তখন তার স্থায়িত্ব হয় ২০ বছর পর্যন্ত ।
আরও পড়ুন ঃ হার্টের জন্য রসুনের উপকারিতা - হার্ট ভালো আছে বুঝার উপায়
তারপরেও এ বিষয়টি যদি দন্ত বিশেষজ্ঞ ডাক্তারের কাছে জেনে নেন তাহলে আশা করি আপনার সম্পূর্ণ সন্দেহ বা আপনার মনের দ্বন্দ্ব দূর হয়ে যাবে ।
রুট ক্যানেলের ক্ষতিকর দিক
রুট ক্যানেল করার ক্ষতিকর দিক সমূহ তেমন নেই । তবে অসতর্কতার
কারণে এর ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে । যেমন রুট ক্যানেল করার
পর মিষ্টি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার খাওয়া, ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার
কারণে যাতে শিরশির অনুভূতি হয় । আর এ কারণে দাঁতে ব্যথার সৃষ্টি
হতে পারে । এজন্য প্রয়োজনের বেশি মিষ্টি জাতীয় খাবার কিংবা ঠান্ডা জাতীয়
খাবার খাওয়া উচিত নয় ।
রুট ক্যানেল করার পর যদি দাঁতের যত্ন না নেওয়া হয় তাহলে সেখানে
ব্যাকটেরিয়ার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে । রুট ক্যানেল করার পর সে
দাঁতটিতে যদি ফিলিং অর্থাৎ ক্যাপ না করানো হয় তাহলে দাঁতের
সমস্যা হতে পারে । এজন্য রুট ক্যানেল করার পর দাঁতে কাপ পড়ে
নেওয়া উচিত ।
দাঁত সুস্থ রাখতে এবং পরিষ্কার রাখতে দিনে রাতে দুইবার দাঁত ব্রাশ করতে হবে । একবার সকালে নাস্তা খাবার পর এবং আর একবার রাতে খাবার পর ঘুমানোর আগে । নিয়মিত আমাদের দাঁতের যত্ন নেওয়া উচিত । আমাদের আশেপাশে একটি প্রচলিত কথা শুনতে পাই যে " যত্ন ছাড়া রত্ন মেলে না " ।
ঠিক তেমনি দাঁতের যদি যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু দাঁত ভালো থাকে না । এজন্য নিয়মিত দাঁতের যত্ন নেওয়া আমাদের কর্তব্য ।
রুট ক্যানেলের উপকারিতা
দাঁতে রুট ক্যানেল করার উপকারিতা সমূহ ঃ
-
রুট ক্যানেল করার কারণে একটি অসুস্থ দাঁত সুস্থ হতে পারে ।
-
রুট ক্যানেল করার কারণে দাঁতের চেয়ে অতিরিক্ত ব্যথা তা দূর হয়ে যায়
।
-
রুট ক্যানেল এর স্থায়িত্ব থাকে প্রায় ২০ বছর ।
-
যে দাঁতটি সংক্রমণে আক্রান্ত হয়ে পড়ে সেটাকে যদি রুট ক্যানেল করা হয়
পরবর্তীতে তা পার্শ্ববর্তী দাঁতকে আক্রান্ত করতে পারে না ।
-
রুট ক্যানেল করার পর দাতে ফিলিং করালে দাঁত সুস্থ থাকে এবং দাঁত পরিষ্কার
থাকে ।
রুট ক্যানেল এর খরচ
বাতে রুট ক্যানেল করার খরচ একেক জায়গায় একেক রকম । মানে জায়গা
ভেদে ভিন্ন ভিন্ন খরচ ।আমাদের বাংলাদেশ রুট ক্যানেল করার সর্বনিম্ন মূল্য
৩,০০০ টাকা ৩,০০০ টাকা । তবে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে
। কোন কোন জায়গায় রুট ক্যানেল করার জন্য ৭০০০ টাকা নেওয়া হয় । এবং
তার সাথে যদি কেউ ক্যাপ লাগাতে চাই তাহলে আরো বাড়তি মূল্য যোগ করা হয়
।
আবার যে সকল প্রাইভেট ক্লিনিক বা ডেন্টাল কেয়ার গুলো রয়েছে সেগুলোতে
রুট ক্যানেল করার খরচ আরো বেশি । তবে সরকারিভাবে যদি কেউ রুট ক্যানেল করতে
চায় তাহলে তার কম খরচেই হয়ে যাবে । অনেক সময় সরকারিভাবে চিকিৎসা নিলে
ফ্রিতে চিকিৎসা পাওয়া যায় । এরকম কোন সুযোগ পেলে রুট ক্যানেল ও করে
নিতে পারেন ।
আরও পড়ুন ঃ ওজন কমাতে লেবু পানি খাওয়ার নিয়ম বিস্তারিত জেনে নিন
আশা করি বুঝতে পেরেছেন রুট ক্যানেল করার খরচ কত । যদি কারোর ক্যানেল করার
প্রয়োজন হয় তবে আমি বলব নিকটবর্তী ভালো ডাক্তারের পরামর্শ নিতে এবং পরিচিত
বা পার্শ্ববর্তী ভালো ডেন্টাল কেয়ারে রুট ক্যানেল করতে পারেন ।
রুট ক্যানেল করার পর কি খাওয়া যায়
রুট ক্যানেল করার পর শক্ত জাতীয় কোন খাবার খাওয়া উচিত নয় । এবং তার
সাথে ঠান্ডা বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া একদম উচিত নয় । কারণ মিষ্টি
জাতীয় খাবার খাওয়ার ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে । এজন্য
মিষ্টি বা ঠান্ডা জাতীয় খাবার খাওয়া উচিত নয় । যখন দাঁতের এনামেল
ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তখন সেখানে ঠান্ডা জাতীয় খাবার গেলে শির শির অনুভূত
হয় ।
দাঁতে রুট ক্যানেল করার পর নরম জাতীয় খাবার খেতে হবে । এবং শাক-সবজি
ইত্যাদি বেশি বেশি খেতে হবে । শক্ত খাবার পরিহার করতে হবে । এবং
নিয়মিত দাঁতের যত্ন নিতে হবে ।
লেখক এর মন্তব্য
প্রিয় পাঠকগণ, আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে দাঁতের রুট
ক্যানেল কি এবং রুট ক্যানেল কেন করা হয়, এবং রুট
ক্যানেল সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে । আশা করি
আর্টিকেলটা আপনি পড়ে আপনার সমস্যার সমাধান পেয়েছেন । এবং দাঁত
সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন । নিশ্চয়ই আর্টিকেলটি পরে আপনাকে ভালো
লেগেছে ।
আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন । এবং দাঁতের গুরুত্ব সম্পর্কে সকলকে জানতে সাহায্য করবেন । আশা করি ভালো থাকবেন।
" ধন্যবাদ"
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url