বিশ্বের সেরা ১০ জন ধনী বেক্তির তালিকা ২০২৪ বিস্তারিত
প্রিয় পাঠক ও পাঠিকা , , আপনারা হয়তো জানতে চাচ্ছেন যে বিশ্বের
সবচেয়ে ধনী ব্যক্তি কে । এবং বিশ্বের বিভিন্ন ধনী ব্যক্তির
সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন । তাহলে আপনি এ
আর্টিকেলটি পড়া শুরু করুন । কারণ এই আর্টিকেলে বিশ্বের সেরা ১০ জন ধনী
ব্যক্তির তালিকা ২০২৪ এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে সে সম্পর্কে
আলোচনা করা হয়েছে ।
আপনি জানলে অবাক হবেন যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় কে রয়েছে
। এবং কোন দেশের ব্যক্তি রয়েছে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায়
। এই সকল তথ্য জানতে আপনাকে পুরো আর্টিকেলটি পড়তে হবে ।
পোস্ট সুচিপত্র ঃ এই পোস্টের বিভিন্ন অংশ পড়তে নিচে ক্লিক করুন ।
- বিশ্বের সেরা ১০ জন ধনী বেক্তির তালিকা ২০২৪
- বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে ২০২৪
- এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি কে ২০২৪
- শেষ কথা
বিশ্বের সেরা ১০ জন ধনী বেক্তির তালিকা ২০২৪
প্রতিটি মানুষেরই ইচ্ছা বা শখ থাকে ধনী হওয়ার । প্রতিটি মানুষের
মনে ধনী হওয়ার স্বপ্ন বাসা বাঁধে । কিন্তু বাস্তব জীবনে সকলের
স্বপ্ন দেখলেও বাস্তবে তা পূরণ করা অসম্ভব হয়ে পড়ে । সকলেই ধনী
হওয়ার স্বপ্ন দেখলেও সকলে তাকে বাস্তবে রূপ দিতে পারে না । তবে
এমন কিছু লোক রয়েছে যে লোকগুলো বিশ্বের সেরা
ধনীদের তালিকায় রয়েছে ।
শুধু মাত্র তারা ধনীদের তালিকাতে আছে তা কিন্তু নয় । সারা
বিশ্বের ধনীদের মধ্যে এক থেকে দশের মধ্যে যে সকল ধনী ব্যক্তি গুলো রয়েছে
, এখন তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন । যে ,
তারা কিভাবে ধনী হয়েছে এবং কিভাবে সফলতা অর্জন করেছে
। সফলতা মানুষের জীবনে এমনি এমনি আসে না । কঠোর পরিশ্রম
এবং ধৈর্যের মাধ্যমে একজন ব্যক্তি সফলতা অর্জন করতে পারে ।
তো চলুন দেখেনি বিশ্বসেরা ১০ জন ধনী ব্যক্তি কে কে ঃ
- বার্নার্ড আর্নল্ট
- ইলন মাস্ক
- বিল গেটস
- মার্ক জুকারবার্গ
- ল্যারি এলিসন
- মুকেশ আম্বানি
১. বার্নার্ড আর্নল্ট ( ফ্রান্স )
তার মোট সম্পদ হলো ২৩৩ বিলিয়ন মার্কিন ডলার । তবে বার্নার্ড আর্নল্ট এর সম্পদ যতটুকু ছিল তার চেয়ে ১০ শতাংশ বৃদ্ধি করেছেন ২০২৩ সালে । তিনি একজন লুই ভিটন, ক্রিশ্চিয়ান এবং এর সঙ্গে সেফুরার মালিক ।
২. ইলন মাস্ক ( যুক্তরাষ্ট্র )
ইলন মাস্কের মোট সম্পদ ১৯৫ বিলিয়ন মার্কিন ডলার । যা বাংলাদেশী
টাকায় কনভার্ট করলে প্রচুর টাকা যা মুখে বলা সম্ভব নয়
। তার এই বিশ্বের সেরা ধনী হওয়ার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম
।
৩. বিল গেটস ( যুক্তরাষ্ট্র )
বিশ্বসেরা ধনীদের মধ্যে বিল গেটস একজন অন্যতম ব্যক্তি । যিনি ১৯৯৫ সাল
থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ ২৩ বছর ১৮ বারের মত বিশ্বসেরা ধনীদের
তালিকায় নিজের জায়গা দখল করেন । বিল গেটস একজন মাইক্রোসফট এর সহ
প্রতিষ্ঠাতা । বিল গেটস এ নামটি সচরাচর সকলের কাছেই শোনা
যায় । ধনীদের কথা উঠলে সর্বপ্রথম উঠে আসে বিল গেটস এর কথা ।
আরও পড়ুন ঃ নিজের ক্যারিয়ার গড়ার সেরা ৫ টি উপায়
বিল গেটসের মোট সম্পদ ১২৮ বিলিয়ন মার্কিন ডলার । তার এত
ধন-সম্পদ থাকা সত্ত্বেও তিনি ফোর্বস , প্রযুক্তির কঠিন
প্রতিযোগিতা, এবং ২০১১ সালে বিবাহ বিচ্ছেদ এবং এর সাথে আরো কিছু
কারণে বিশ্বের সেরা ধনীদের তালিকা থেকে তার নাম এবং তার স্থান নিচে নেমে
যায় । এবং তিনি বিশ্বসেরা হওয়ার কারণে বিভিন্ন অ্যাওয়ার্ড পান
।
৪. মার্ক জুকারবার্গ ( যুক্তরাষ্ট্র )
মার্ক জুকারবার্গ এই মহান ব্যক্তিটি সকলের পরিচিত
। তিনি বিশাল এক সোশ্যাল মিডিয়া ফেসবুক ( Facebook
) আবিষ্কার করেন । যা এখন প্রতিটি ছেলে কিংবা মেয়ে ব্যবহার করে
থাকে । মার্ক জুকারবার্গের ফেসবুক ফেসবুক আবিষ্কার করার কারন ছিল তার
প্রেমিকার ছেরে যাওয়া । তার প্রেমিকা তাকে ছেরে চলে যায় । এবং তাকে
সকল সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দেয় ।
মূলত এই কারণেই মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করেন । ফেসবুকের
এই প্রতিষ্ঠাতার জন্য গেল বছর খুবই সংকটপূর্ণভাবে পার
হয় । তার কারণ মেটারনির্ভয়ে পরিচালক । মার্ক জুকারবার্গের মোট
সম্পদ ১৭৭ বিলিয়ন মার্কিন ডলার । ২০১১ সালে তার সর্বোচ্চ অবস্থান
থেকে তিনি তার সম্পদ এক লাফে ৭৫ শতাংশ বৃদ্ধি করে তোলেন
।
এর পরবর্তীতে তিনি গত বছর আবার নিজেকে বিশ্বের সেরা ধনীদের তালিকায় তুলে ধরেন
।
৫. ল্যারি এলিসন ( যুক্তরাষ্ট্র )
ল্যারি এলিশন তিনি একজন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিজনেসম্যান
। ল্যারি এলিসন একটি কোম্পানির সাথে জড়িত ছিল । সে
কোম্পানিটি ছিল প্রযুক্তি কোম্পানি । গত বছর এই প্রযুক্তি প্রযুক্তি কোম্পানি ওরা
কলের শেয়ার ৩০ শতাংশের ও অধিক বৃদ্ধি পেয়েছে । এতেই তাদের
ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যায় ।
ল্যারি এলিসন প্রযুক্তি কোম্পানির সিইও পদে অধ্যায়নরত ছিলেন । তবে তিনি তার স্থান থেকে পদত্যাগ করেন । তিনি সিইও পদ থেকে পদত্যাগ করার পরেও কোম্পানির প্রেসিডেন্ট পদে থেকে যায় । এবং এই সাথে তিনি সে কোম্পানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে রয়ে যান । ল্যারি এলিসনের মোট সম্পদ ১৪১ মার্কিন ডলার ।
৬. মুকেশ আম্বানি ( ইন্ডিয়া )
মুকেশ আম্বানি ভারতের একজন বিখ্যাত ধনী ব্যক্তি । সারা বিশ্বের ধনীদের
তালিকায় মুকেশ আম্বানি নিজেরনাম প্রকাশ করেন । মুকেশ আম্বানির সম্পদশালী
হওয়ার কারণ ছিল তার সমন্বিত কোম্পানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ
। তার এই কোম্পানি এবং ইন্ডাস্ট্রিজ এর মান খুব দ্রুত বৃদ্ধি
পাওয়ায় তিনি একজন বিখ্যাত ধনী হয়ে ওঠেন ।
মুকেশ আম্বানির কোম্পানিটি ছিল পেট্রোকেমিক্যাল, তেল ও
গ্যাস, ইত্যাদি নিয়ে
। তবে কোম্পানিটি টেলিযোগাযোগ রিটেল এবং আর্থিকভাবে
পরিষেবায় বিনিয়োগ করেছেন । মুকেশ আম্বানির মোট সম্পদ ১১৬ বিলিয়ন
মার্কিন ডলার ।
৭. ল্যারি পেজ ( যুক্তরাষ্ট্র )
ল্যারি পেজ গুগলের যে মূল কোম্পানি রয়েছে সে কোম্পানির আলফাবেট এর সহ
প্রতিষ্ঠাতা । এবং গুগল কোম্পানির বোর্ড সদস্য এই ল্যারি পেজ ।
ল্যারি পেজ প্রযুক্তির জায়ান্টের সব থেকে বড় এবং তিনি ব্যক্তিগত
শোয়ারহোল্ডার হিসেবে সে কোম্পানিতে থেকে যায় ।
ল্যারি পেজের মোট সম্পদ ১১৪ বিলিয়ন মার্কিন ডলার ।
৮. সের্গেই ব্রিন ( রাশিয়া/যুক্তরাষ্ট্র )
সের্গেই ব্র্রিন গুগল কোম্পানির আলফাবেট এর আরো একজন সহ প্রতিষ্ঠাতা । এবং গুগল কোম্পানির বোর্ড সদস্য । সের্গেই ব্রিন , ব্রিন কোম্পানির প্রেসিডেন্ট ছিলেন । তবে তিনি সেখান থেকে ২০১৯ সালে পদত্যাগ করেন । এরপর তিনি ল্যারি পেজের সাথে সেই কোম্পানির, অর্থাৎ গুগল কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে থেকে যান ।
সের্গেই ব্রিনের মোট সম্পদ ১১০ বিলিয়ন মার্কেন ডলার ।
৯. কার্লস স্লিম ( মেক্সিকো )
কার্লোস স্লিম সারা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন
। তবে এখনো তিনি লাতিন আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে
পরিচিত । কার্লোস স্লিম এর ভাগ্য খুলে যায় গত বছর শিল্প
গ্রুপো কারসোর দাম ৬০ শতাংশ বৃদ্ধি পাওয়ার কারণে
। এবং এর সাথে মেক্সিকান প্রেসর মান বেড়ে যাওয়ার কারণে তার
ভাগ্য খুলে যায় ।
আরও পড়ুন ঃ ইউটিউব থেকে আয় করার ১২ পদ্ধতি জেনে নিন
কার্লোস স্লিম এবং তার পরিবার আমেরিকার একটি বৃহত্তম মোবাইল টেলিকমিউনিকেশন কোম্পানি মোভিল নিয়ন্ত্রণ করেন । কার্লোস স্লিমের মোট সম্পদ ১০২ মার্কিন ডলার ।
১০. স্টিভ বলমার ( যুক্তরাষ্ট্র )
স্টিভ বলমার তিনি যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত নেত্রী । স্টিভ বলমার ডট কম সংকটের পর সাবেক সিইও পদে ছিলেন । এরপর তিনি ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত মাইক্রোসফটের সাবেক সিইও হিসেবে এই ১৪ বছর নেতৃত্ব দেন । ডটকম সংকট দেখা দেয় ৯০ দশকের দিকে । এরপর ৯০ দশকের শেষে প্রযুক্তির স্টক হঠাৎ করেই বৃদ্ধি পেতে থাকে ।
এরপর সেখানে অনেকেই বিনিয়োগ করেন । এর পরবর্তীতে
আবার স্টক হঠাৎ করেই পড়ে যায় । যার কারণে অনেকেই ডট
কম স্টার্টআপ কোম্পানি থেকে এবং তাদের ব্যবসা থেকে বেরিয়ে
পড়ে । কারণ তারা তাদের ব্যবসার মূলধন তুলতেই হিমশিম খেয়ে যায়
। তবে স্টিভ বলমার সফলভাবে মাইক্রো সফট পরিচালনা করেছিলেন
।
এরপর স্টিভ বলমার এনবিএ ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এর একটি বাস্কেট দল কিনে নিয়েছিলেন । সে দলটির নাম ছিল লস এঞ্জেলস ক্লিপার্স । এরপর থেকেই এ বাস্কেটবল দলের মান ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে । বর্তমানে এই বাস্কেট বল দলটি এন বি এ এর সবচেয়ে মূল্যবান দল হিসেবে পরিচিত ।
স্টিভ বলমারের মোট সম্পদ ১২১ বিলিয়ন মার্কিন ডলার । তিনি প্রতিনিয়ত তার সম্পদকে আরো বৃদ্ধি করে তুলেছেন ।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে ২০২৪
বর্তমান বিশ্বে সবচেয়ে ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্ট । তিনি ফোর্বস ম্যাগাজিনের রিচেস্ট ইন ২০২৪ এর শীর্ষক প্রতিবেদনে নিজের এবং নিজের পরিবারের শীর্ষস্থান দখল করে রেখেছেন । তার এই কৃতিত্ব তার এবং তার পরিবারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ । ২০২৪ সালের জানুয়ারি মাসে বার্নার্ড আর্নল্ট ইলন মাস্ককে বিশ্বের সেরা ধনীর জায়গা থেকে হটিয়ে তার নাম তুলে ধরেন ।
শীর্ষ ধনীর আসল লাভ করেন বার্নার্ড আর্নল্ট । তার বর্তমান সম্পদ ২২ হাজার ২৪০ কোটি ডলার ।যাকে আমেরিকান ভাবে বলা যায় ২৩৩ বিলিয়ন মার্কিন ডলার । ২০২৪ সালের বিশ্বসেরা ধনীদের অ্যাভারেজ রিপোর্টে এই তথ্য পাওয়া যায় । প্রতিনিয়ত বিশ্বসেরা ধনীদের প্রতিযোগিতা বেড়েই চলেছে ।
নিয়মিত প্রতিযোগিতা চলছে বিশ্বসেরা ধনীদের তালিকায় নিজেদের নাম
কে তুলে ধরার । তবে যতগুলো বিশ্বের সেরা ধনী ব্যক্তি
রয়েছে তাদের সকলের ধনী হওয়ার পেছনে রয়েছে ব্যবসা
। ব্যবসার মাধ্যমেই তারা আজ বিশ্বসেরা ধনী হতে পেরেছে ।
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি কে ২০২৪
সারাবিশ্বে যদি লক্ষ্য করা যায় তাহলে ধনী ব্যক্তিদের তালিকা
রয়েছে অনেক । বিশ্ব সেরা ধনী ব্যক্তিদের তালিকায় অনেক নাম রয়েছে
। তবে যদি আমরা এশিয়ার সবথেকে ধনী
ব্যক্তির রিপোর্ট দেখতে চাই তাহলে সবার প্রথমে
রয়েছে ভারতের মুকেশ আম্বানি । তিনি শুধু এশিয়ার একজন
ধনী ব্যক্তি নন, সারা বিশ্বের ধনীদের মধ্যে তিনিও একজন ।
মুকেশ আম্বানি একজন বিখ্যাত বিজনেসম্যান । তিনি তার ব্যবসার
মাধ্যমে আজ এতদূর পর্যন্ত এগিয়েছে । এবং নিজেকে এশিয়ার সব থেকে
ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান দখল করেছেন । মুকেশ
আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান এবং এর
সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ।
আরও পড়ুন ঃ ঘরে বসে আয় করুন ১৫০০০ - ২০০০০ টাকা প্রতি মাসে
প্রতিবছর ভারতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয়ে থাকে । যাকে আমরা
চিনি ( IPL ) আইপিএল হিসেবে । ২০০৮
সালে আইপিএলে অংশগ্রহণকারী দল মুম্বাইয়ের মালিক
হন মুকেশ আম্বানি । বর্তমানে তার সব থেকে বড় কোম্পানি হলো
রিলায়েন্সের টেলিকম । এ কোম্পানিটি ভারতের সবথেকে বৃহত্তম ব্রডব্যান্ড সেবা
। এদের গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় ৪৫ কোটির মতো ।
এছাড়া মুকেশ আম্বানির আরো অনেক কোম্পানি রয়েছে । তবে সারা বিশ্বের সেরা ১০ টি কোম্পানির মধ্যে মুকেশ আম্বানির একটি কোম্পানি হয়ে ওঠার ক্ষমতা রয়েছে রিলায়েন্সের ।
শেষ কথা
প্রিয় পাঠক ও পাঠিকা , এই আর্টিকেলটিতে বিশ্বের সেরা ১০ জন ধনী
ব্যক্তিদের তালিকা এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে সেই সহ আরো অনেক তথ্য
জানতে পেরেছেন এ আর্টিকেলটি থেকে । আশা করি আর্টিকেলটি আপনার কাছে ভালো
লেগেছে । এবং বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তিদের সম্পর্কে বিভিন্ন তথ্য
জানতে পেরে উপকৃত হয়েছে ।
আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আর্টিকেলটি অন্যদের কাছে
শেয়ার করে দিন । এবং আপনিও বিশ্বের সেরা ১০ জন ধনী ব্যক্তির মত ইনকাম ইনকাম
শুরু করুন । এবং আপনিও বিশ্বের সেরা ধনীদের তালিকায় নিজের জায়গা করে
নিন । আশা করি ভালো থাকবেন ।
" আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ "
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url